পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Har Ghar Tiranga Campaign: 'হর ঘর তেরঙ্গা'য় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা, ট্রেন্ডিং মোদির 'অনুরোধ' - দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া

আসন্ন 15 অগস্ট দেশের স্বাধীনতার 75 বছর উদযাপন ৷ নাগরিকদের মনে দেশাত্মবোধ জাগাতে চলছে 'হর ঘর তেরঙ্গা' প্রচার ৷ সাধারণ মানুষ দেশ গড়ার অংশীদার ৷ তাই নিজের নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবে প্রত্যেকে ৷ এক নজরে এই প্রচার (Har Ghar Tiranga Campaign) ৷

National Flag of India
ভারতের জাতীয় পতাকা উত্তোলন

By

Published : Aug 3, 2022, 9:34 AM IST

নয়াদিল্লি, 3 অগস্ট: দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের 'হর ঘর তেরঙ্গা' ক্যাম্পেন ৷ স্বাধীনতার 75 বছর উদযাপনে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অঙ্গ হিসেবে প্রত্যেক নাগরিক তাঁর বাড়িতে তেরঙা উত্তোলন করবে ৷ 15 অগস্টের আগে 20 কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকার দেখা মিলবে বলে মনে করা হচ্ছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের ছবিতে তিন রঙা পতাকার (Har Ghar Tiranga) ছবি দিয়েছেন ৷ জনসাধারণকেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তিনি (All about Har Ghar Tiranga campaign) ৷

প্রধানমন্ত্রী মোদি জানান এই প্রচারের লক্ষ্য, "মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং 75তম স্বাধীনতা দিবসে জনসাধারণের অংশগ্রহণ ৷" 22 জুলাই তিনি এই ক্যাম্পেন নিয়ে একটি টুইটও করেন ৷ মানুষের হৃদয়ে দেশাত্মবোধ জাগানো এবং জাতীয় পতাকা নিয়ে সচেতনতামূলক এই প্রচারের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

ভারত সরকার পতাকা উত্তোলন সংক্রান্ত 'দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, 2002' (The Flag Code of India 2002) প্রকাশ করেছে ৷ এখানে পতাকার ব্যবহার, সাজানো এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে ৷ এই পতাকা উত্তোলন আসলে দেশ গড়ায় প্রত্যেক নাগরিকের অবদানের একটা প্রতীক ৷

আরও পড়ুন: মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি এখন তেরঙা, আপনার ?

2002 সালের 26 জানুয়ারি 'ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড' কার্যকর হয় ৷ এই নির্দেশিকা মেনে বেসরকারি সংস্থা, সাধারণ মানুষ এবং সরকারি সংস্থাগুলি পতাকা উত্তোলন করতে হবে ৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক একটি এই উদযাপনে একটি ওয়েবসাইটও চালু করেছে এবং 'হর ঘর তেরঙ্গা' অভিযানকে আরও ছড়িয়ে দিয়েছে ৷ যে কোনও ভারতীয় তেরঙা পতাকার সঙ্গে নিজের ছবি (সেলফি) তুলে এই ওয়েবসাইটে পোস্ট করতেই পারেন ৷

এখনও পর্যন্ত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে অমৃত মহোৎসবের অংশ হিসেবে 50 হাজারেরও বেশি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয়েছে ৷ কর্পোরেট মন্ত্রক কোম্পানিগুলিকে 'কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি' তহবিলের টাকা দিচ্ছে 'হর ঘর তিরঙ্গা অভিযান' পালন করতে ৷ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কোম্পানিস অ্যাক্টের শিডিউল VII-এর অধীনে সিএসআর (Corporate Social Responsibility, CSR) তহবিলের টাকায় প্রচুর সংখ্যক পতাকা তৈরি, চতুর্দিকে তা ছড়িয়ে দেওয়া এবং এ সংক্রান্ত অন্য সব খরচ দেবে সরকার ৷

কোম্পানিগুলি সিএসআর পলিসি রুলস, 2014 অনুযায়ী এই কাজকর্ম করতে পারে, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ কেন্দ্রীয় সরকার 20 কোটি বাড়িতে এই পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা রেখেছেন এবং এর ন্যূনতম মূল্য 10 টাকা ৷ তাই এই মেগা উদযাপনে 200 কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি, হাওড়ায় ‘নেতাজি এক্সপ্রেস’এর ফ্ল্যাগ অফ

ABOUT THE AUTHOR

...view details