কোট্টায়াম (কেরালা), 6 ফেব্রুয়ারি: চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা ওমেন চ্যান্ডিকে (Oommen Chandy) ৷ বছর 79-র এই নেতার ভাই অ্যালেক্স চ্যান্ডি (Alex Chandy) এই অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের তির ওমেনের স্ত্রী, বড় মেয়ে এবং ছেলের দিকে ৷ অ্যালেক্স ও তাঁর পরিবারের 41 জন সদস্য এই বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala CM Pinarayi Vijayan) কাছে একটি অভিযোগ করেছেন ৷
ওমেন চ্যান্ডির বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে ৷ গলায় সমস্যার কারণে তিনি ইতিমধ্যে বাকশক্তি হারিয়েছেন ৷ তারপর তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা, জার্মানি নিয়ে যাওয়া হয় ৷ বেঙ্গালুরুতেও তিনি চিকিৎসা করিয়েছেন । এখন তিনি ত্রিবান্দ্রমে নিজের বাড়িতে থাকেন ৷ অ্যালেক্সের অভিযোগ, তাঁর দাদার আরও আধুনিক চিকিৎসার প্রয়োজন ৷ কিন্তু সেই চিকিৎসা তিনি পাচ্ছেন না ৷ ওমেনের স্ত্রী মরিয়াম্মা ওমেন ও বড় মেয়ে মরিয়ম ওমেন এবং চ্যান্ডি ওমেন তাঁকে আধুনিক চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত করছেন ৷
অ্যালেক্স চ্যান্ডি অভিযোগ করেছেন, 2015 সালে এই রোগ ধরা পড়া সত্ত্বেও ওমেনের স্ত্রী মরিয়ম্মা এবং ছেলে চ্যান্ডি ও বড় মেয়ে মরিয়ম ওমেন তাঁকে চিকিৎসা করাতে অস্বীকার করেছিলেন । তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য গেলে সেখানেও চিকিৎসা করানো হয়নি ৷ আধুনিক চিকিৎসার পরিবর্তে এখন তাঁকে আয়ুর্বেদিক চিকিৎসা (Ayurvedic Treatment) দেওয়া হয় । চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয় ওমেনকে ৷ সেখানেও যথাযথ চিকিৎসা করানো হয়নি ৷