দেরাদুন, 24 মার্চ: অমৃত পাল সিংয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং ৷ ওয়ারিস পঞ্জাব দে (Waris Punjab De) সংগঠনের এই নেতাকে ধরতে এবার সতর্কতা জারি করা হল উত্তরাখণ্ডে ৷ সেখানে দেরাদুন, হরিদ্বার ও উধমসিংনগর জেলায় পুলিশকে সজাগ থাকার কথা জানানো হয়েছে ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমারের অনুমান, অমৃতপাল সিং এ রাজ্যে ঢুকতে পারেন (Alert issued in Uttarakhand against AmritPal Singh) ৷
একটি সংবাদসংস্থাকে ডিজিপি বলেন, "খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং রাজ্যে প্রবেশ করতে পারেন ৷ দেরাদুন, হরিদ্বার ও উধমসিংনগর জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷" অন্য এলাকাগুলিতে আন্তঃরাজ্য সীমানায় পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে ৷ বৃহস্পতিবার পঞ্জাবের আইজিপি সুখচেন সিং গিল জানান, রাজ্যে শান্তি ও সম্প্রীতি ভঙ্গের দায়ে মোট 207 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পরে তাঁদের পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হবে ৷ আইজিপি জানান, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্দেশে এই অভিযান চালানো হয় ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই পুলিশি অভিযান চলাকালীন কোনও সাধারণ নিরীহ নাগরিককে হেনস্তা করা যাবে না ৷ পুলিশ অমৃতপাল সিংয়ের পরিবারের সদস্যদেরও কোনও ভাবে হয়রান করেনি ৷"