রায়বেরেলি, 24 অক্টোবর: পারস্পরিক বিবাদের জের ৷ শ্বশুরবাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার সারেনি এলাকায় ৷ যুবতীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।
জানা গিয়েছে, সারেনি এলাকার রামখেদা গ্রামের মহাবীরের মেয়ে শিবকলার (27) সঙ্গে কানপুর জেলার ঝাকড়কাটির বাসিন্দা বাসুদেবের ছেলে কপিলের বিয়ে হয়েছিল । বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত । এতে অতিষ্ঠ হয়ে শিবকলা শেষমেশ তাঁর মায়ের বাড়িতে চলে আসেন । সেখানেই এখন থাকেন তিনি ৷ রবিবার রাতে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর কাছে শ্বশুরবাড়িতে পৌঁছন কপিল । এরপর ভোর চারটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর । সেসময় স্ত্রী প্রতিবাদ করলে তিনি ধারাল অস্ত্র দিয়ে তাঁর এক হাত ও দুই পা কেটে দেন বলে অভিযোগ । শিবকলার চিৎকারে শুনে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার-সহ আশপাশের লোকজন ৷ তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷