আকোলা (মহারাষ্ট্র), 14 মে: অশান্ত মহারাষ্ট্রের আকোলা। ইনস্টাগ্রামের পোস্ট ঘিরে শনিবার থেকে উতপ্ত হতে শুরু করেছে আকোলা। তার জের চলছে রবিবার সকাল পর্যন্ত। পরিস্থিতির আর যাতে অবনতি না হয় তা নিশ্চিত করতে ইতিমধ্যেই এলেকায় 144 ধারা জারি করা হয়েছে। তবে ইতিমধ্যে দুই গোষ্ঠির সংঘর্ষে একজনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি দুই পুলিশ কর্মী-সহ আরও 8 জন গুরুতর আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।
সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় পুলিশ সুপার সন্দীপ ঘুগে জানিয়েছেন, একটি বিবাদকে কেন্দ্র করে দুটি গোষ্ঠির মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চলেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কোনওভাবেই যাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে না পড়ে তার জন্য় সব ধরনের ব্যবস্থা করে রাখা হচ্ছে ।
এই ধরনের অবস্থা তৈরি হল কেন ? এই প্রশ্নের জবাবে পুলিশ কর্তা জানান, কোনও এক ব্যক্তি একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার চেষ্টা করে । সেখান থেকেই অশান্তি ছড়িয়েছে। তার জেরে দুটি গোষ্ঠির সদস্যরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তাছাড়া গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে।