মইনপুরি (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: অগ্নিপথ নিয়োগ প্রকল্প (Agnipath Recruitment Scheme) নিয়ে নতুন করে সুর চড়ালেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) বা সপা (SP)-এর প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর (Agniveer) হতে চাইবেন না ৷" তাঁর আরও দাবি, ফারুখাবাদে যে নিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তারপর কেউ চাকরি পাননি ৷ বুধবার মইনপুরিতে (Mainpuri) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বাহিনীর প্রাক্তন সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে যোগ দিয়েই একথা বলেন অখিলেশ ৷ প্রসঙ্গত, আগামী 5 ডিসেম্বর মইনপুরিতে লোকসভা উপানির্বাচন (Lok Sabha Bypoll 2022) হবে ৷ এই আসনে সপা-এর প্রার্থী অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav) ৷
সভামঞ্চ থেকে অখিলেশকে বলতে শোনা যায়, "যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর হবেন না ৷ ফারুখাবাদেও অসংখ্য নিয়োগ হয়েছিল ৷ কিন্তু, তারপর একজনও চাকরি পাননি ৷ সরকার বলছে, এই ধরনের প্রকল্পের মাধ্যমে তারা টাকা বাঁচাচ্ছে ৷ কিন্তু, দেশই তো বাঁচছে না ৷ তাহলে টাকা কীভাবে বাঁচবে ?"
আরও পড়ুন:কড়া নিরাপত্তায় দেশের 250টি কেন্দ্রে চলল হবু 'অগ্নিবীর'-দের পরীক্ষা