পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Akhilesh Yadav: 'যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর হবেন না', তোপ অখিলেশের - রঘুরাজ সিং শাক্য

"যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর (Agniveer) হতে চাইবেন না ৷" কোথায়, কেন একথা বললেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) বা সপা (SP)-এর প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ?

Akhilesh Yadav says One who wants to serve country will never become Agniveer
Akhilesh Yadav: 'যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর হবেন না', তোপ অখিলেশের

By

Published : Nov 24, 2022, 2:29 PM IST

মইনপুরি (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: অগ্নিপথ নিয়োগ প্রকল্প (Agnipath Recruitment Scheme) নিয়ে নতুন করে সুর চড়ালেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) বা সপা (SP)-এর প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর (Agniveer) হতে চাইবেন না ৷" তাঁর আরও দাবি, ফারুখাবাদে যে নিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তারপর কেউ চাকরি পাননি ৷ বুধবার মইনপুরিতে (Mainpuri) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বাহিনীর প্রাক্তন সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে যোগ দিয়েই একথা বলেন অখিলেশ ৷ প্রসঙ্গত, আগামী 5 ডিসেম্বর মইনপুরিতে লোকসভা উপানির্বাচন (Lok Sabha Bypoll 2022) হবে ৷ এই আসনে সপা-এর প্রার্থী অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব (Dimple Yadav) ৷

সভামঞ্চ থেকে অখিলেশকে বলতে শোনা যায়, "যাঁরা দেশের সেবা করতে চান, তাঁরা কখনই অগ্নিবীর হবেন না ৷ ফারুখাবাদেও অসংখ্য নিয়োগ হয়েছিল ৷ কিন্তু, তারপর একজনও চাকরি পাননি ৷ সরকার বলছে, এই ধরনের প্রকল্পের মাধ্যমে তারা টাকা বাঁচাচ্ছে ৷ কিন্তু, দেশই তো বাঁচছে না ৷ তাহলে টাকা কীভাবে বাঁচবে ?"

আরও পড়ুন:কড়া নিরাপত্তায় দেশের 250টি কেন্দ্রে চলল হবু 'অগ্নিবীর'-দের পরীক্ষা

এরপরই আসন্ন লোকসভা উপনির্বাচনে ডিম্পলের হয়ে সমর্থন চান অখিলেশ ৷ প্রাক্তন সেনাকর্মীদের সমাজবাদী পার্টির পাশে থাকার আবেদন জানান তিনি ৷ বলেন, "আমাদের দলের কর্মীরা কাজ করে চলেছেন ৷ আমাদের দলের নেতারাও কঠোর পরিশ্রম করছেন ৷ আপনারা যদি আমাদের সমর্থন করেন, তাহলে আর আমাদের চিন্তার কিছু থাকবে না ৷"

প্রসঙ্গত, মইনপুরি আসনটিকে সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি হিসাবে ধরা হয় ৷ মৃত্যুর আগে পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন দলের প্রতিষ্ঠাতা নেতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ গত 10 অক্টোবর প্রয়াত হন তিনি ৷ ফলে ওই আসনটিতে উপনির্বাচন ঘোষিত হয়েছে ৷ ভোট হবে আগামী 5 ডিসেম্বর ৷ ফল প্রকাশ হবে তার তিনদিন পর (8 ডিসেম্বর, 2022) ৷ শ্বশুরের আসনে লড়তে ভোটের ময়দানে নামছেন পুত্রবধূ ডিম্পল ৷ তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি-এর রঘুরাজ সিং শাক্য (Raghuraj Singh Shakya) ৷

ডিম্পলের হয়ে প্রচারে নামছেন হেভিওয়েটরা ৷ সেই তালিকায় তাঁর স্বামী অখিলেশ ছাড়াও রয়েছেন কাকাশ্বশুর শিবপাল যাদব (Shivpal Yadav) ! যিনি বর্তমানে প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া)-এর প্রধান নেতা ৷ এছাড়াও, জয়া বচ্চন এবং আজম খানও ডিম্পলের হয়ে ভোট চাইবেন ৷

ABOUT THE AUTHOR

...view details