লখনউ, 13 ডিসেম্বর : আজ বেনারসে কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আগে এই প্রকল্প নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে একহাত নিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ দাবি করলেন, কাশী বিশ্বনাথ করিডর সমাজবাদী পার্টির আমলে ছাড়পত্র পেয়েছিল (Akhilesh Yadav on Kashi Vishwanath Corridor) ৷ এই সংক্রান্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানান সপা সভাপতি ৷ সবকিছুতে নিজেদের ছাপ ফেলার জন্যই পরিকল্পিতভাবে এভাবে ঢাকঢোল পেটাচ্ছে বিজেপি ৷
অখিলেশ যাবদের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি পালন করতে পারেনি ৷ সেই দিক থেকে নজর ঘোরাতেই করিডর উদ্বোধনকে ঘিরে এত জাঁকজমকপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বলেন, ‘‘আপনারা সবাই জানেন কে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ? আজকে মূল্যবৃদ্ধির জেরে সার পাওয়া যাচ্ছে না ৷ তো কীভাবে কৃষকদের আয় দ্বিগুণ হবে ? আর তাই সাধারণ মানুষ যাতে সেই প্রশ্ন করতে না পারে, তারা কাশী বিশ্বনাথ করিডরকে সামনে নিয়ে এসেছে ৷ যদি কোনও মন্ত্রিসভা কাশী বিশ্বনাথ করিডরের পরিকল্পনা পাস করিয়ে থাকে, তবে সেটা সমাজবাদী পার্টির সরকার ৷’’
আরও পড়ুন : Narendra Modi Varanasi Visit : সফরের প্রথম দিনেই কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী