ঝাঁসি (উত্তরপ্রদেশ), 4 ডিসেম্বর : বিজেপিকে হারাতে প্রয়োজনে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বে জোটে যেতেও তিনি প্রস্তুত ৷ এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির (সপা) সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav on Alliance with Mamata Banerjee) ৷ তাঁর মতে, বিজেপিকে হারাতে হলে বিরোধীদের এককাট্টা হতেই হবে ৷ এক্ষেত্রে মমতার নেতৃত্বে জোট গঠন একটা ভাল বিকল্প ৷
আরও পড়ুন :Make in India: ভোটের আগে চাকা গড়াল ‘মেক ইন ইন্ডিয়া’র, উত্তরপ্রদেশে তৈরি হবে 5 লক্ষ অ্যাসল্ট রাইফেল
অখিলেশের দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছেন, এবার ঠিক সেইভাবেই উত্তরপ্রদেশ থেকেও বিজেপি মুছে যাবে ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন (UP Assembly Election 2022) আসন্ন ৷ সূত্রের দাবি, ভোটের আগে সপা-র হয়ে প্রচারে নামতে পারেন মমতা ৷ বস্তুত, বিজেপি যেখানে যেখানে নরেন্দ্র মোদির (Narendra Modi Election Campaign in UP) সভা আয়োজন করবে, সেইসব জায়গাতেই পাল্টা প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee Election Campaign in UP) ৷ এই প্রসঙ্গে অখিলেশ জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উত্তরপ্রদেশে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন ৷ তাঁর বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে যেভাবে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, ঠিক একইভাবে উত্তরপ্রদেশের ভোটাররাও যোগী সরকারকে উৎখাত করবেন ৷