হামিরপুর, 13 অক্টোবর: কংগ্রেসের সঙ্গে আর জোট যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন । আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এবার আঞ্চলিক তথা ছোট দলগুলিকে কাছে টানতে উদ্যোগী হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি-র (সপা) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) । বিজেপি-কে হারাতে হলে, ছোট ছোট দলগুলির সঙ্গে জোট বেঁধেই ঝাঁপিয়ে পড়তে হবে বলে মত তাঁর ।
মঙ্গলবার কানপুর থেকে 'বিজয় যাত্রা'র মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন অখিলেশ ৷ ওই যাত্রা চলাকালীনই হামিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নির্বাচনী রণকৌশল সম্পর্কে জানতে চাওয়া হয় তাঁর কাছে ৷ জবাবে অখিলেশ বলেন, "পরিস্থিতির উপরই জোট নির্ভর করে ৷ বড় দলগুলির সঙ্গে আমাদের জোটের অভিজ্ঞতা ভাল নয় ৷ এই মুহূর্তে ছোট দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছি আমরা, যাতে তাদের সঙ্গে জোট বেঁধে বিজেপি-কে হারানো যায় ৷"
আরও পড়ুন: PM Advisor : প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে
অখিলেশের মতোই একক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তাঁর 'বুয়া' মায়াবতীও ৷ মঙ্গলবার বহুজন সমাজ পার্টির (বসপা) প্রতিষ্ঠাতা কাঁসি রামের মৃত্যুবার্ষিকীতেই প্রচার পর্ব শুরু করেন ৷ গত কয়েক বছরে মায়াবতী এবং তাঁর দলের বিরুদ্ধে বিজেপি-র 'বি টিম'-এর ভূমিকা পালনের অভিযোগ উঠেছে ৷ ইডি, সিবিআই-এর ভয় দেখিয়ে বিজেপি মায়াবতীকে চুপ করিয়ে রেখেছে বলেও অভিযোগ সামেন এসেছে একাধিক বার ৷ তাই আগামী নির্বাচেন মায়াবতী একা লড়বেন নাকি কারও সঙ্গে হাত মেলাবেন, সে দিকে নজর রয়েছে তাঁর প্রতিপক্ষ শিবিরের ৷
তবে উত্তরপ্রদেশে কার্যত কোণঠাসা অবস্থা থেকে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে কংগ্রেস, যার নেপথ্যে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া লিখমপুর খেরি-কাণ্ড ৷ গত 3 অক্টোবর কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ ৷ তাতে চার কৃষক, এক সাংবাদিকের মৃত্যু হয় ৷ পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠলে তিনজন বিজেপি কর্মীরও মৃত্যু হয় বলে খবর সামনে আসে ৷