মুম্বই, 1 অক্টোবর: দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিও-র চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন চলতি বছরের জুন মাসে ৷ কিন্তু মুকেশ আম্বানির যোগ্য উত্তরাধিকার হওয়ার জন্য তাঁর বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani) কতোটা প্রস্তুত ৷ এখনই সেই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না-হলেও টাইম ম্যাগাজিনের (Times Magazine) বিচারে কিন্তু বিশ্বস্ত হাতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ৷ রাইজিং স্টার বা প্রতিশ্রুতিমান তারকা হিসেবে সম্প্রতি 100 জনের একটি তালিকা প্রস্তুত করেছে মার্কিন নিউজ ম্যাগাজিন সংস্থা ৷ সেখানে একমাত্র ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani only Indian in Time magazines 100 emerging leaders list) ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মুকেশ-পুত্রকে নিয়ে আশাবাদী টাইম লিখেছে, "ভারতের অভিজাত শিল্পপতি পরিবারের বংশধর, আকাশ আম্বানি মধ্যে ব্যবসায়িক দিক থেকে সফল হওয়ার চেষ্টা সবসময়ই ছিল ৷ আর এব্যাপারে সফল হতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ৷" সবমিলিয়ে বিজনেস টাইকুন হিসেবে আগামীর তারা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনার কথা জানিয়েছে টাইম ৷