পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Coal India Limited : ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী - সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড

প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী ৷ কোলফিল্ড লিমিটেডের আন্ডারগ্রাউন্ড মাইনস বিভাগে কর্মরত রয়েছেন ৷ তাঁর এই সাফল্যের জন্য কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

Akanksha Kumari-indias-1st-woman-engineer-for-underground-mines
ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী

By

Published : Sep 2, 2021, 3:35 PM IST

হাজারিবাগ (ঝাড়খণ্ড), 2 সেপ্টেম্বর : ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ার হয়ে ইতিহাস গড়লেন ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম বারকাগাঁও-এর আকাঙ্খা কুমারী ৷ তিনি সিন্দ্রির বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়েছেন ৷ তার পর ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে লিঙ্গের ভেদাভেদকে ভেঙে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের আন্ডারগ্রাউন্ড মাইনস বিভাগে চাকরি করছেন ৷ ঝাড়খণ্ডের চুরিতে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ৷ প্রসঙ্গত, কোল ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা সংস্থা সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৷

আকাঙ্খা কুমারীর এই সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি ৷ তিনি জানিয়েছেন, ‘‘লিঙ্গ সাম্যের প্রচার এবং আর সুযোগ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহিলাদের জন্যও আন্ডারগ্রাউন্ড কোল মাইনে কাজের সুযোগ করে দেওয়া হল ৷ আর শ্রীমতি আকাঙ্খা কুমারী প্রথম মহিলা মাইন ইঞ্জিনিয়ার হিসেবে কোল ইন্ডিয়ায় যোগ দিয়েছেন ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

বাড়ির মেয়ের কোল মাইনে চাকরি পাওয়ায় উচ্ছ্বসিত আকাঙ্খা কুমারীর পরিবারের সদস্যরা ৷ তাঁরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই আকাঙ্খার কয়লার প্রতি টান ছিল ৷ আর এর সবচেয়ে বড় কারণ ছোটবেলা থেকে কোলিয়ারি এলাকায় বড় হয়ে ওঠা ৷ তাঁর বাবা অশোক কুমার জানিয়েছেন, আকাঙ্খা খুবই সম্ভাবনাময় একজন মেয়ে এবং তিনি প্রতিযোগিতায় বিশ্বাস করেন ৷ এমনকি পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভাল ছিলেন আকাঙ্খা কুমারী ৷

প্রহ্লাদ যোশির শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন : Krishna Ella : ডেল্টার দৌরাত্ম্যের সময় ট্রায়াল হলে ছাড়পত্র পেত না ফাইজার-মডার্না : কৃষ্ণ এল্লা

আকাঙ্খা হাজারিবাগের নবোদয় বিদ্যালয়ের ছাত্রী ছিলেন ৷ সেখান থেকেই তাঁর স্কুলের পড়াশোনা শেষ করে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি শুরু করেছিলেন তিনি ৷ 2018 সালে বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আকাঙ্খা তিন বছর রাজস্থানে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড বুল্লারিয়াতে কাজ করেছেন ৷ আকাঙ্খার বাবা অশোক কুমার বারকাগাঁওতে একজন স্কুল শিক্ষক ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details