হাজারিবাগ (ঝাড়খণ্ড), 2 সেপ্টেম্বর : ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ার হয়ে ইতিহাস গড়লেন ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম বারকাগাঁও-এর আকাঙ্খা কুমারী ৷ তিনি সিন্দ্রির বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়েছেন ৷ তার পর ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে লিঙ্গের ভেদাভেদকে ভেঙে সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেডের আন্ডারগ্রাউন্ড মাইনস বিভাগে চাকরি করছেন ৷ ঝাড়খণ্ডের চুরিতে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন ৷ প্রসঙ্গত, কোল ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা সংস্থা সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৷
আকাঙ্খা কুমারীর এই সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি ৷ তিনি জানিয়েছেন, ‘‘লিঙ্গ সাম্যের প্রচার এবং আর সুযোগ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহিলাদের জন্যও আন্ডারগ্রাউন্ড কোল মাইনে কাজের সুযোগ করে দেওয়া হল ৷ আর শ্রীমতি আকাঙ্খা কুমারী প্রথম মহিলা মাইন ইঞ্জিনিয়ার হিসেবে কোল ইন্ডিয়ায় যোগ দিয়েছেন ৷’’
আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার