চণ্ডীগড়, 22 মার্চ:পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং-কে (Amritpal Latest News) খুঁজতে পঞ্জাব পুলিশের তল্লাশি অভিযানে যে শিখ যুবকদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সবরকম আইনি সাহায্য দেবে শিরোমণি আকালি দল (SAD Slams AAP)৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন দলের সভাপতি সুখবীর সিং বাদল ৷
সুখবীর সিং বাদল টুইটারে লিখেছেন, "শিরোমণি আকালি দল পঞ্জাবে চলমান সংবিধান বহির্ভূত তল্লাশি অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত শিখ যুবকদের সম্পূর্ণ আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁদের অধিকার যাতে আপ পঞ্জাব পদদলিত করতে না পারে, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷"
শিরোমণি আকালি দলের আইনি দল কয়েকটি হেল্পলাইন নম্বরের তালিকা প্রকাশ করেছে: আরশদীপ এস কেলার 8054200007, হরীশ রাই ধানদা 9814220300, গুরমিত এস মান 98155339999, ভাগওয়ান্ত এস সিয়ালাকা 9815250589, শিরোমণি আকালি দলের অফিস 0172-2639256 ইত্যাদি ।
অন্য একটি টুইটে বাদল বলেছেন, "শিরোমণি আকালি দল নিরীহ শিখ যুবকদের বিশেষ করে অমৃতধারী যুবকদের নিছক সন্দেহের বশে নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা জানায় ৷ আমরা এই অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত নির্দোষদের অবিলম্বে মুক্তির দাবি করছি ৷"