পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Punjab Poll 2022 : পঞ্জাবে ভোটের আগে বিএসপির সঙ্গে গাঁটছড়া অকালি দলের - পঞ্জাবে ভোটের আগে বিএসপি-র সঙ্গে গাঁটছড়া অকালি দলের

2022 সালে বিধানসভার ভোট হবে পঞ্জাবে ৷ সেই লড়াইয়ের জন্য বিএসপির সঙ্গে জোট বাঁধল শিরোমণি অকালি দল ৷ এই জোটকে ঐতিহাসিক বললেন মায়াবতী ৷ জোট নিয়ে আশাবাদী অকালি দলের নেতা সুখবীর সিং বাদলও ৷

Akali Dal, BSP Form Alliance Ahead Of Punjab Polls
Punjab Poll 2022 : পঞ্জাবে ভোটের আগে বিএসপি-র সঙ্গে গাঁটছড়া অকালি দলের

By

Published : Jun 12, 2021, 7:52 PM IST

নয়াদিল্লি, 12 জুন : বাইশের বিধানসভা নির্বাচনের আগে নতুন সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধল পঞ্জাবের শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal) ৷ মায়াবতীর (Mayawati) নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির সঙ্গে (BSP) নতুন করে জোট গড়ল তারা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই নয়া তিন কৃষি আইন নিয়ে মতানৈক্যের জেরে বিজেপির সঙ্গত্যাগ করে অকালি দল ৷

সূত্রের খবর, আসন্ন পঞ্জাব নির্বাচনে বিএসপিকে সঙ্গে নিয়ে নতুন করে ঘুঁটি সাজাতে চাইছে সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) দল ৷ তারা চাইছে, আগেরবার যে আসনগুলি বিজেপির জন্য ছাড়া হয়েছিল, এবার সেগুলিতেই লড়াইয়ে নামুন মায়াবতীর সেনারা ৷

শনিবার একটি সাংবাদিক বৈঠকে নয়া জোট নিয়ে মুখ খোলেন সুখবীর ৷ তিনি বলেন, ‘‘পঞ্জাবের রাজনীতিতে এটা একটা নতুন দিন ৷ 2022-এর পঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল এবং বহুজন সমাজ পার্টি একসঙ্গে লড়াই করবে ৷ পরবর্তী ভোটগুলিতেও এই জোট অব্যাহত থাকবে ৷’’

উল্লেখ্য, দীর্ঘ 27 বছর পর আবার রাজনীতির ময়দানে একজোট হল বিএসপি এবং অকালি দল ৷ শেষবার 1996 সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে একসঙ্গে লড়েছিল তারা ৷ সেবার জোটের ঝুলিতে এসেছিল মোট 13টির মধ্যে 11টি আসন ৷ মায়াবতীর দল তিনটি আসনে লড়ে তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ৷ অকালি দল জিতেছিল 10 টির মধ্যে আটটি আসনে ৷

জোট বেঁধে তিনিও যে খুশি, তা লুকিয়ে রাখেননি বহেনজিও ৷ এদিনই হিন্দিতে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি ৷ সেখানে মায়াবতী লেখেন, ‘‘পঞ্জাবে অকালি দল এবং বিএসপির জোট একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ৷ রাজ্য়ের মানুষের জন্য এই জোট উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে ৷ এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য আমি মানুষকে অভিনন্দন জানাচ্ছি ৷’’

একইসঙ্গে নিজের টুইটবার্তায় কংগ্রেসকেও তোপ দেগেছেন মায়াবতী ৷ তিনি লিখেছেন, ‘‘মহিলা, দলিত এবং কৃষক-সহ অধিকাংশ মানুষই দুর্নীতিপরায়ণ কংগ্রেসের শাসনে কষ্টে আছেন ৷ তাঁদের সকলকে মুক্ত করতে এই জোটের সফল হওয়াটা জরুরি ৷’’

আরও পড়ুন :Shah Rukh Khan : কিং খান কি এবার রাজনীতিতে ? পিকে-র সঙ্গে নৈশভোজের পর জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, বাইশে ভোট রয়েছে উত্তরপ্রদেশেও ৷ যা কিনা মায়াবতীয় নিজের রাজ্য ৷ প্রশ্ন উঠছে, সেখানে তাহলে বিজেপিবিরোধী রাজনীতির রসায়নটা ঠিক কেমন হতে চলেছে ? বিজেপির বিরুদ্ধে যদি কংগ্রেস, আর সমাজবাদী পার্টি একজোট হয়, মায়াবতী কি তাহলে সেই জোট থেকে দূরে রাখবেন নিজেকে ? তাতে তো বিজেপিরই সুবিধা হবে ৷ নাকি পঞ্জাবে কংগ্রেসের বিরোধিতা করলেও উত্তরপ্রদেশের অবস্থান বদল করবেন বহেনজি ? উত্তর দেবে সময় ৷

ABOUT THE AUTHOR

...view details