নয়াদিল্লি, 12 জুন : বাইশের বিধানসভা নির্বাচনের আগে নতুন সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধল পঞ্জাবের শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal) ৷ মায়াবতীর (Mayawati) নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির সঙ্গে (BSP) নতুন করে জোট গড়ল তারা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই নয়া তিন কৃষি আইন নিয়ে মতানৈক্যের জেরে বিজেপির সঙ্গত্যাগ করে অকালি দল ৷
সূত্রের খবর, আসন্ন পঞ্জাব নির্বাচনে বিএসপিকে সঙ্গে নিয়ে নতুন করে ঘুঁটি সাজাতে চাইছে সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) দল ৷ তারা চাইছে, আগেরবার যে আসনগুলি বিজেপির জন্য ছাড়া হয়েছিল, এবার সেগুলিতেই লড়াইয়ে নামুন মায়াবতীর সেনারা ৷
শনিবার একটি সাংবাদিক বৈঠকে নয়া জোট নিয়ে মুখ খোলেন সুখবীর ৷ তিনি বলেন, ‘‘পঞ্জাবের রাজনীতিতে এটা একটা নতুন দিন ৷ 2022-এর পঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল এবং বহুজন সমাজ পার্টি একসঙ্গে লড়াই করবে ৷ পরবর্তী ভোটগুলিতেও এই জোট অব্যাহত থাকবে ৷’’
উল্লেখ্য, দীর্ঘ 27 বছর পর আবার রাজনীতির ময়দানে একজোট হল বিএসপি এবং অকালি দল ৷ শেষবার 1996 সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে একসঙ্গে লড়েছিল তারা ৷ সেবার জোটের ঝুলিতে এসেছিল মোট 13টির মধ্যে 11টি আসন ৷ মায়াবতীর দল তিনটি আসনে লড়ে তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ৷ অকালি দল জিতেছিল 10 টির মধ্যে আটটি আসনে ৷