অমৃতসর (পঞ্জাব), 20 মার্চ: পঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার সরকারের বিরুদ্ধে সরব হলেন শ্রী অকাল তখত সাহেবের জথেদার জিয়ানি হরপ্রীত সিং (Akal Takht Jathedar Giani Harpreet Singh) ৷ তিনি জানান, পঞ্জাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা থেকে সরকার বিরত থাকুক ৷ জথেদার তাঁর এক বার্তায় সরকারের কাছে আবেদন করেছেন, পঞ্জাবের যুবকদের জবরদস্তি এবং অবৈধভাবে আটক করার নীতি যেন অনুসরণ না-করা হয় (Harpreet Singh Urges Government Not to Hurt Sikh Youth) ৷
জিয়ানি হরপ্রীত সিং আরও জানান, ইতিমধ্যে পঞ্জাবের অনেক ক্ষতি হয়েছে ৷ পরিস্থিতিকে আর জটিল না করাই শ্রেয় বলে তিনি মনে করেন ৷ বরং সেখানকার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ করা উচিত ৷ এই প্রসঙ্গে বিগত কংগ্রেস সরকারকেও একহাত নিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, অতীতের সরকারের নিপীড়নের গভীর দাগ এখনও পঞ্জাবের মানুষের স্মৃতিতে রয়েছে ৷ পাশাপাশি, বিভিন্ন সময়ে সরকারের তরফে বৈষম্য এবং কঠোর মনোভাবের কারণে শিখ যুবকদের মনে চরম অসন্তোষ রয়েছে ।
জথেদার জিয়ানি হরপ্রীত সিং সরকারের বিরুদ্ধে শিখ যুবকদের আবেগ নিয়ে প্রহসনের অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, শিখ যুবসমাজকে দিশেহারা করে তোলা হচ্ছে ৷ যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি ৷ পঞ্জাব সরকারকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করে হরপ্রীত সিং বলেন, "এই মুহূর্তে ক্ষমতায় থাকা শক্তিগুলি প্রতিনিয়ত যবুসমাজকে বলির-পাঁঠা বানানোর সুযোগ খুঁজছে ৷" আর তাই শিখ যুবসমাজকে তাঁর বার্তা, সংঘাতের পথে যাতে কেউ না যায় ৷ বরং বুদ্ধিমত্তা ও শিক্ষার বিকাশের মাধ্যমে সঠিক পথ অনুসরণের কথা বলেছেন তিনি ৷
আরও পড়ুন:পালিয়ে গিয়েছেন অমৃতপাল সিং, গ্রাম ঘিরে ফেলেল আধা-সামরিক বাহিনী
জথেদার জিয়ানি হরপ্রীত সিংয়ের আরও অভিযোগ, সরকারের প্রতিষ্ঠানগুলি অনৈতিক পরিকল্পনা তৈরি করছে ৷ সরকার শিখ যুবকদের নিপীড়নের জন্য সবরকমের সুযোগ খুঁজছে ৷ আর তাই শিখ যুবকদের কোনওরকম জটিল পরিস্থিতি বা প্রলোভনের শিকার না হতে পরামর্শ দিয়েছেন তিনি । পাশাপাশি, সরকারের বিরুদ্ধে শিখদের ধর্মীয় ও রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন ৷ এতে শিখদের মধ্যে একটি একাকিত্ব ও অস্থিরতা তৈরি হচ্ছে ৷ এই পদক্ষেপ সরকার ও সর্বপরি পঞ্জাবের স্বার্থের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন জিয়ানি হরপ্রীত সিং ৷