নয়াদিল্লি, 25 জানুয়ারি:কংগ্রেসের হাত ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্য়ান্টনির (AK Antony) ছেলে অনিল অ্যান্টনি (Anil Antony Resigned From Congress) ৷ উল্লেখ্য, 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের (BBC Documentary Controversy) বিরোধিতায় মঙ্গলবারই সরব হয়েছিলেন অনিল ৷ তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি ৷
অনিল তাঁর এই সিদ্ধান্ত নিজেই নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, "কংগ্রেসের জাতীয় এবং কেরালা কমিটি থেকে আমি ইস্তফা দিলাম ৷ যাঁরা বাকস্বাধীনতা নিয়ে লড়াই করেন, তাঁরাই আমাকে একটি টুইট মুছে ফেলার কথা বলছেন ৷ আমি তা মানতে অস্বীকার করেছি ৷ যাঁরা ভালোবাসার কথা বলেন, তাঁরাই আবার ফেসবুকের দেওয়াল ঘৃণা এবং কটুকথায় ভরিয়ে দিচ্ছেন ! একে ভণ্ডামি বলে ! নীচে আমি আমার পদত্যাগপত্র জুড়ে দিলাম ৷"
আরও পড়ুন:গোধরা-পরবর্তী দাঙ্গায় অভিযুক্ত 22 জনকে বেকসুর খালাস করল আদালত
বুধবার সকাল 10টা নাগাদ অনিল এই টুইটটি করেন ৷ সেই টুইটের সঙ্গে নিজের যে পদত্যাগপত্রটি অনিল পোস্ট করেছেন, তাতে তার এক জায়গায় তিনি লিখেছেন, "এত দিনে আমি বুঝে গিয়েছি যে আপনি, আপনার সহকর্মী এবং আপনার নেতৃত্বের আশপাশে যাঁরা রয়েছেন, তাঁরা আসলে একদল দালাল এবং চামচা, যাঁরা কোনও প্রশ্ন না করেই আপনার সমস্ত কথা শুনবেন ৷ এটিই মেধার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে ৷ দুর্ভাগ্যের বিষয় হল, আমি এক্ষেত্রে সহমত নই ৷"
এরপরই অনিল তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, "এই নেতিবাচক পরিস্থিতির বাইরে গিয়ে আমি আমার অন্য পেশাদার কাজে ব্যস্ত থাকাটাই পছন্দ করব ৷ আমি এসব ধ্বংসাত্মক কার্যককালাপেও থাকতে চাই না ৷ যার অনেকটাই ভারতের স্বার্থবিরোধী ৷ তবে, আমার দৃঢ় বিশ্বাস, সময়ের সঙ্গে এই সমস্ত কিছু ডাস্টবিনে চলে যাবে ৷"
এরপরই সরাসরি নিজের ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অনিল ৷ তাঁর কথায়, "গতকাল থেকে যেসব ঘটনা ঘটে চলেছে, তার প্রেক্ষিতে আমার মনে হয়েছে, কংগ্রেসে আমার যেসমস্ত দায়িত্ব এবং ভূমিকা রয়েছে, সেসব থেকে অব্যাহতি নেওয়াই শ্রেয় ৷"
প্রসঙ্গত, দল থেকে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অনিল অ্যান্টনি ৷ তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির ডিজিট্যাল মিডিয়া শাখার আহ্বায়ক ছিলেন ৷ এছাড়াও, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সোশাল মিডিয়া এবং ডিজিট্যাল কমিউনিকেশন সেলের জাতীয় কো-অর্ডিনেটর ছিলেন অনিল ৷ নিজের পদত্যাগপত্রে সমস্তরকমের সহযোগিতার জন্য কংগ্রেস রাজ্য নেতৃত্ব এবং প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরকে ধন্যবাদ জানিয়েছেন অনিল ৷ উল্লেখ্য, মঙ্গলবার অনিল বিবিসির সংশ্লিষ্ট তথ্যচিত্রের বিরোধিতা করায় তাঁকে বহু মানুষের সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷ তার জেরেই তিনি কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন ৷