পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের - Delhi Fog

Flight Disruptions in Delhi: সড়কপথ তো বটেই আর ঘন কুয়াশার কারণে দিল্লিতে প্রতিদিনই ব্যাহত হচ্ছে রেল ও বিমান পরিষেবা ৷ যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। ঘন কুয়াশার জেরে বিমানের ওঠানামায় অসুবিধা হচ্ছে। বেশকিছু বিমান নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চালানো হচ্ছে। তাই দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়ি থেকে বেরনোর আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিল ৷

দিল্লিতে কুয়াশার জের
Flight Disruptions in Delhi

By ANI

Published : Jan 15, 2024, 7:29 AM IST

Updated : Jan 15, 2024, 7:48 AM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি:গত কয়েকদিন ধরেদিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ ৷ শনিবার রাজধানীতে ছিল চলতি মরশুমের শীতলতম দিন। উপরন্তু ঘন কুয়াশার জেরে দৃশ্যমানত্য কার্যত শূন্য ৷ প্রতিদিনই সড়কপথ-সহ রেল ও বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে ৷ কুয়াশার জেরে একাধিক বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিংবা দেরিতে চলছে ৷ এরই মাঝে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়ি থেকে বেরনোর আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিল সোমবার ৷ এদিন ভোর তিনটে নাগাদ দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স হ্য়ান্ডেলে এই বিষয়ে একটি বার্তা দিয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে ৷

দিল্লিতে অধিকাংশ ট্রেনও দেরিতে চলছে ৷ পাশাপাশি বাতিল করা হয়েছে প্রচুর বিমান। গতকাল, রবিবার দিল্লি বিমানবন্দরে প্রায় 100টি বিমান নির্ধারিত সময়ের পর উড়ান নিয়েছে ৷ বিমানবন্দর সূত্রে খবর, এই ক্যাট থ্রি ল্যান্ডিং সিস্টেম থাকলেও একাধিক বিমান সংস্থার পাইলটরা এই ট্রেনিং করা নেই। ফলে কুয়াশার সময় কীভাবে ল্যান্ড করা যাবে তা সংশ্লিষ্ট পাইলটদের জানা নেই। সবমিলিয়ে ভোগান্তির শিকার যাত্রীরা ৷ রবিবার দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল।

তাই সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা বিমানবন্দরে যাত্রীদের বিমান বাতিল কিংবা যে বিমানগুলির দেরিতে চলার বিষয়ে অবগত করছেন ৷ যাত্রীদের সুবিধার্থে তারা যথাসাধ্য চেষ্টা করেছে বলেও জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ সপ্তাহের শুরুর দিন অর্থাৎ, সোমবার সকালে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে রাজধানীর আরকে পুরম এলাকা ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস ৷ মৌসম ভবন জানিয়েছে, দিল্লি ছাড়াও অমৃতসর, চণ্ডীগড়, অম্বালা, গঙ্গানগর, পালম, সফদরজং এবং লখনউয়ে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে।

এদিকে, দিল্লি পরিবহণ দফতর রবিবার থেকেই অবিলম্বে পেট্রলচালিত বিএস-থ্রি এবং ডিজেলচালিত বিএস-ফোর চারচাকা গাড়ি তৈরি এবং চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পরবর্তী নির্দেশ না-হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ভারতীয় মৌসব ভবন উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানা-সহ উত্তরভারতের বহু জায়গায় সোমবার এবং মঙ্গলবার 'ঠান্ডা সতর্কতা' জারি করেছে।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশায় আরও কমল দৃশ্যমানতা, দিল্লিতে জারি শৈত্যপ্রবাহ; ব্যাহত বিমান পরিষেবা
  2. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  3. মরশুমের শীতলতম দিনে কাঁপছে রাজধানীও! পারদ পতনে জারি শৈত্যপ্রবাহের সতর্কতা
Last Updated : Jan 15, 2024, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details