নয়াদিল্লি, 2 নভেম্বর: টাটা গ্রুপের (Tata Group) সঙ্গে হাত মিলিয়ে ভারতে আট বছর আগে যে পথচলা শুরু হয়েছিল, তা শেষ হচ্ছে আগামী বছর ডিসেম্বরেই ৷ এয়ার এশিয়া ইন্ডিয়া লিমিটেডের (AirAsia Ltd) অবশিষ্ট স্টেক এয়ার ইন্ডিয়ার হাতে সঁপে দিচ্ছে মালয়েশিয়াজাত সংস্থাটি ৷ বুধবার এক বিবৃতি জারি করে একথা ঘোষণা করেছেন সংস্থাটি ৷ সবমিলিয়ে 2023-এর শেষধাপে গিয়ে এয়ার এশিয়া ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সংযুক্তিকরণের সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল (AirAsia India Air India Express merger likely by 2023 end) ৷
2014 টাটা সন্সের এবং মালয়েশিয়ার অসামরিক উড়ান সংস্থা এয়ার এশিয়া ইনভেস্টমেন্ট লিমিটেড হাত ধরাধরি করে একটি যৌথ ভেঞ্চার চালু করে ৷ নাম হয় এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ নয়া ভেঞ্চারের 83.67 শতাংশ স্টেক ছিল টাটাদের হাতে ৷ এয়ার এশিয়া রেখেছিল 16.33 শতাংশ স্টেক ৷ শুরুর দিকে শ্রীবৃদ্ধি হলেও গত কয়েকবছরে ব্যবসায়িক মন্দা এয়ার এশিয়ার ভারত থেকে ব্যবসা গোটানোর মূল কারণ ৷