নয়াদিল্লি, 22 ডিসেম্বর : ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে দিল্লির দূষণ (Air quality of Delhi) ৷ রাজধানীর দূষণমাত্রা অতি খারাপ পরিস্থিতিতে রয়েছে ৷ বুধবার দিল্লির বাতাসের দূষণ সূচক 385 বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া গবেষণা বিভাগ (Air quality of Delhi Gurugram remains very poor) ৷ অন্যদিকে, নয়ডার বাতাসের দূষণ সূচক গুরুতর পর্যায়ে চলে গিয়েছে ৷ আর গুরুগ্রামেও বাতাসের দূষণ সূচক অতি খারাপ বলে জানানো হয়েছে ৷
নয়ডায় বাতাসের দূষণ সূচক 507 (Noidas Air quality is critical) এবং গুরুগ্রামে দূষণ সূচক 319 ৷ কেন্দ্রীয় সরকারের এজেন্সি নির্ধারিত বায়ুদূষণের মাত্রার বেশ কয়েকটি ধাপ রয়েছে ৷ সেই মতো শূন্য থেকে 50 এর মধ্যে দূষণ সূচক থাকলে তাকে ভাল বলে ধরা হয় ৷ 51 থেকে 100’র মধ্যে সন্তোষজনক, দূষণ সূচক 101-200 পরিমিত, 201 থেকে 300 থাকলে খারাপ, 301-400 অতি খারাপ এবং 401 থেকে 500 বা তার বেশি হলে দূষণের মাত্রা গুরুতর বলে ধরা হয় ৷