মুম্বই, 8 জানুয়ারি: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলাযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনাটি (Air India Urinating Incident) কর্তৃপক্ষের ‘আরও দক্ষতার’ সঙ্গে সামাল দেওয়া উচিত ছিল (Airlines Response Should have been Much Swifter Says N Chandrasekaran) ৷ এদিন একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন, টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রেশখরণ ৷ এয়ার ইন্ডিয়ার বর্তমান মালিক টাটা গ্রুপ । তারা যখন এই বিবৃতি দিচ্ছে ঠিক তার আগে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই ঘটনা প্রসঙ্গে বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এ নিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছিলেন, পাইলট এবং 4 জনের কেবিন ক্রিউ বিষয়টিকে আরও স্বচ্ছতার সঙ্গে সামাল দিতে পারতেন ৷
এদিন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকরণ বলেন, "আমরা যে প্রক্রিয়ায় এধরনের ঘটনাকে সামাল দিয়ে থাকি সেভাবে এক্ষেত্রে কাজ করতে পারিনি ৷" উল্লেখ্য গতবছর 26 নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক 70 বছরের বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করেন মুম্বইবাসী শঙ্কর মিশ্র ৷ তাঁকে গতকাল বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ দিল্লির আদালত তাঁকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ৷