নয়াদিল্লি, 22 মে : বিপুল পরিমাণে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে দেশের সরকারি বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া-র নিজস্ব তথ্য ভাণ্ডার থেকে ৷ 2011 সালের 26 অগস্ট থেকে 3 ফেব্রুয়ারি, 2021-এর মধ্যে যাত্রীদের নথিভুক্ত ব্য়ক্তিগত তথ্য যেমন, তাঁদের নাম, জন্মদিন, যোগাযোগের নম্বর, পাসপোর্ট, টিকিট, স্টার অ্যালায়েন্স আর এয়ার ইন্ডিয়ায় পরিবহণ বিষয়ে, এমনকি ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য গোপনীয়তা ভঙ্গ করে বাইরে বেরিয়ে গিয়েছে ৷
এয়ার ইন্ডিয়ার যাত্রীদের সংগৃহীত তথ্য থাকে এসআইটিএ পিএসএস নামক একটি ডেটা প্রসেসর বা তথ্য সংগ্রাহক পদ্ধতিতে ৷ সম্প্রতি সাইবার হামলা হয় এই প্রসেসরে ৷ ফলে সারা বিশ্বের 45 লক্ষ মানুষের গোপন তথ্য ছড়িয়ে গিয়েছে ৷ যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ওই ডেটা প্রসেসর বা তথ্য সংগ্রাহক পদ্ধতিতে যাত্রীদের ক্রেডিট কার্ডের সিভিভি/সিভিসি নথিভুক্ত করা ছিল না ৷
ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের একটি ইমেল মারফত জানিয়েছে, "আমাদের যাত্রী পরিষেবা পদ্ধতি এসআইটিএ পিএসএস-এ সাইবার হামলা হওয়ায় বেশ কিছু যাত্রীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ৷ এর ফলে বিশ্বের 45 লক্ষ জনের তথ্য বাইরে বেরিয়ে গিয়েছে... আমরা এটা জানতে পেরেছি 25.02.2021 ... ক্ষতিগ্রস্ত তথ্যগুলি ডেটা প্রসেসর 25.03.2021 আর 05.04.2021 তারিখে জানিয়েছে ৷... আমরা আমাদের যাত্রীদের তাদের নিরাপত্তার খাতিরে প্রয়োজন অনুযায়ী পাসওয়ার্ড বদলাতে অনুরোধ করব ৷"