পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

এয়ার ইন্ডিয়ার মতো সরকারি বিমান পরিষেবা সংস্থায় সাইবার হানা ৷ ফলে বিশ্বজুড়ে বহু সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ৷

এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়া

By

Published : May 22, 2021, 7:41 AM IST

Updated : May 22, 2021, 11:13 AM IST

নয়াদিল্লি, 22 মে : বিপুল পরিমাণে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে দেশের সরকারি বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া-র নিজস্ব তথ্য ভাণ্ডার থেকে ৷ 2011 সালের 26 অগস্ট থেকে 3 ফেব্রুয়ারি, 2021-এর মধ্যে যাত্রীদের নথিভুক্ত ব্য়ক্তিগত তথ্য যেমন, তাঁদের নাম, জন্মদিন, যোগাযোগের নম্বর, পাসপোর্ট, টিকিট, স্টার অ্যালায়েন্স আর এয়ার ইন্ডিয়ায় পরিবহণ বিষয়ে, এমনকি ক্রেডিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য গোপনীয়তা ভঙ্গ করে বাইরে বেরিয়ে গিয়েছে ৷

এয়ার ইন্ডিয়ার যাত্রীদের সংগৃহীত তথ্য থাকে এসআইটিএ পিএসএস নামক একটি ডেটা প্রসেসর বা তথ্য সংগ্রাহক পদ্ধতিতে ৷ সম্প্রতি সাইবার হামলা হয় এই প্রসেসরে ৷ ফলে সারা বিশ্বের 45 লক্ষ মানুষের গোপন তথ্য ছড়িয়ে গিয়েছে ৷ যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে ওই ডেটা প্রসেসর বা তথ্য সংগ্রাহক পদ্ধতিতে যাত্রীদের ক্রেডিট কার্ডের সিভিভি/সিভিসি নথিভুক্ত করা ছিল না ৷

ঘটনাটি সামনে আসার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের একটি ইমেল মারফত জানিয়েছে, "আমাদের যাত্রী পরিষেবা পদ্ধতি এসআইটিএ পিএসএস-এ সাইবার হামলা হওয়ায় বেশ কিছু যাত্রীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে ৷ এর ফলে বিশ্বের 45 লক্ষ জনের তথ্য বাইরে বেরিয়ে গিয়েছে... আমরা এটা জানতে পেরেছি 25.02.2021 ... ক্ষতিগ্রস্ত তথ্যগুলি ডেটা প্রসেসর 25.03.2021 আর 05.04.2021 তারিখে জানিয়েছে ৷... আমরা আমাদের যাত্রীদের তাদের নিরাপত্তার খাতিরে প্রয়োজন অনুযায়ী পাসওয়ার্ড বদলাতে অনুরোধ করব ৷"

এসআইটিএ এই ঘটনার কথা সরকারি ভাবে প্রথম ঘোষণা করে মার্চে ৷ সিঙ্গাপুর এয়ারলায়েন্স আর মালয়েশিয়া এয়ারলায়েন্স-সহ এক ডজন বিভিন্ন বিমান পরিষেবা সংস্থাকে সাইবার অ্যাটাকের কথা জানিয়ে সতর্ক করে ৷ যাতে তারাও তাদের যাত্রীদের সচেতন করতে পারে ৷

এই ঘটনার পর এয়ার ইন্ডিয়া তথ্য সুরক্ষা বিষয়ে জরুরি পদক্ষেপ করছে ৷ আর কীভাবে এই সব তথ্য তাদের নিরাপদ তথ্য সংগ্রাহক পদ্ধতি থেকে বাইরে বেরিয়ে গেল, তার তদন্ত করতে বিশেষজ্ঞ নিয়োগ করেছে কর্তৃপক্ষ ৷ এয়ার ইন্ডিয়ার "ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম"-এর পাসওয়ার্ড নতুন করে ঠিক করা হচ্ছে ৷

গত বছর ব্রিটিশ এয়ারওয়েজ তাদের 4 লক্ষ যাত্রীদের তথ্য সুরক্ষিত করতে ব্য়র্থ হওয়ায় 180 কোটি টাকা জরিমানা দিয়েছিল ৷

আরও পড়ুন : করোনার আয়ুর্বেদিক ওষুধের জন্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপটনামের রাস্তায় মানুষের ঢল

Last Updated : May 22, 2021, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details