নয়াদিল্লি, 14 মে: বিমান সেবিকাদের সঙ্গে অভব্য আচরণ এবং তাদের মারধরের অভিযোগ ৷ এক বিমানযাত্রীকে 2 বছরের জন্য নিজেদের সংস্থার উড়ানে 'ব্যান' করল এয়ার ইন্ডিয়া ৷ অভিযোগ, গত 10 এপ্রিল দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে দুই মহিলা ক্রিউ মেম্বারের গায়ে হাত তোলেন জসকিরত সিং পাড্ডা নামে বছর পঁচিশের যুবক ৷ যে ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ডিজিসিএ-এর কাছে একটি আবেদন করে ৷ সেখানে বলা হয়, জসকিরত সিং পাড্ডা নামে ওই যাত্রীকে ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করা হোক ৷
গত 10 এপ্রিলের ঘটনায় আক্রান্ত বিমান সেবিকাদের অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে রিপোর্ট করেন ফ্লাইট ক্যাপ্টেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ সেই তদন্তে উঠে আসে, ওই ব্যক্তি বিমানে বিশৃঙ্খল ও অভব্য আচরণ করেন ৷ যার ফলে বিমানে উপস্থিত অন্যান্য যাত্রী এবং ক্রিউ মেম্বারদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে ৷ এমনকি ওই যাত্রীর কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত বলে তদন্তে উঠে আসে ৷ ফলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে গঠিত অন্তর্বর্তী তদন্ত কমিটি ওই যাত্রীর উপর কোনওরকম নরম মনোভাব না-দেখানোর সিদ্ধান্ত নেয় ৷
ওই কমিটির সুপারিশ মতো বিমান সংস্থা জসকিরত সিং পাড্ডা নামে ওই যাত্রীর উপর দু'বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ৷ সেই মতো ডিজিসিএ-কেও ওই যুবকের নাম ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করতে বলা হয় ৷ ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার আবেদন ও রিপোর্টের ভিত্তিতে তাঁর নাম ‘নো-ফ্লাই’ তালিকাভুক্ত করেছে ৷