নয়াদিল্লি, 8 অক্টোবর:যুদ্ধের পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ইজরায়েলগামী ও সে দেশ থেকে আসার উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া ৷ বিমান সংস্থার মুখপাত্র রবিবার জানিয়েছে, যাত্রী ও ক্রু-দের সুরক্ষার কারণে তেল আভিভ যাওয়া ও আসার এয়ার ইন্ডিয়ার বিমানগুলি এখন বন্ধ রাখা হচ্ছে ৷ আগামী 14 অক্টোবর (শনিবার) পর্যন্ত এই বিমানগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি ৷
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র আরও বলেন, "এই সময়ের মধ্যে যে যাত্রীরা ইজরায়েল সফরের বা ইজরায়েল থেকে দেশে আসার কোনও উড়ানে বুকিং নিশ্চিত করে ফেলেছেন, তাঁদের এয়ার ইন্ডিয়া সমস্ত সম্ভাব্য সহায়তা দেবে ।"
প্রাথমিকভাবে, ইজরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে শনিবার নয়াদিল্লি থেকে তেল আভিভ যাওয়ার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এবং তেল আভিভ থেকে নয়াদিল্লির ফেরার উড়ান বাতিল করা হয়েছিল । হামাস যোদ্ধাদের অনুপ্রবেশ এবং গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েল ইতিমধ্যেই দেশটিতে যুদ্ধাবস্থা ঘোষণা করেছে ।
আরও পড়ুন:চোখে-মুখে যুদ্ধের আতঙ্ক, ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত
হামাসের গাজা উপত্যকা থেকে ইজরায়েলে রকেট হামলার পরে ইজরায়েলে ভারতীয় দূতাবাস শনিবার তার নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করে তাঁদের সতর্ক থাকতে এবং সুরক্ষা প্রোটোকল পালন করার অনুরোধ করে । সেই পরামর্শে বলা হয়েছে, "ইজরায়েলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ইজরায়েলের সমস্ত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সতর্ক থাকতে এবং সুরক্ষা প্রোটোকল পালন করার জন্য অনুরোধ করা হয়েছে । অনুগ্রহ করে সতর্কতা অবলম্বন করুন, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং নিরাপত্তা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন ৷"
দেশটির স্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে টাইমস অফ ইজরায়েল জানিয়েছে, হামাসের হামলায় আহতদের সংখ্যা 1,864-এ পৌঁছেছে ৷ এখনও পর্যন্ত ইজরায়েলের পক্ষে 300 জনেরও বেশি লোক নিহত হয়েছেন । ইজরায়েলি নিরাপত্তা কর্তৃপক্ষ এখনও হামাস জঙ্গিদের খোঁজ করছে । ইজরায়েল 'অপারেশন সোর্ডস অফ আয়রন' শুরু করেছে ৷ গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি সন্দেহভাজন আস্তানায় হামলা চালানো হয় । ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের এই হামলার জন্য তাদের কঠিন মূল্য চোকাতে হবে ৷ (সংবাদসংস্থা এএনআই)
আরও পড়ুন:হত্যা করে নগ্ন দেহ নিয়ে উল্লাস হামাসের, ছেটাল থুতু; জার্মান যুবতীকে শনাক্ত করলেন বোন