পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ukraine-Russia Conflict : পুতিনের হামলায় বন্ধ ইউক্রেনের আকাশসীমা, মাঝ আকাশ থেকে ভারতে ফিরল উদ্ধারকারী বিমান

বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin orders strike in Ukraine)

Ukraine Russia Crisis
রাশিয়ার হামলার জেরে বন্ধ ইউক্রেনের আকাশসীমা, ভারতে ফিরল বিমান

By

Published : Feb 24, 2022, 10:47 AM IST

Updated : Feb 24, 2022, 1:18 PM IST

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মাঝ আকাশ থেকেই ফিরে আসতে হল ভারতের উদ্ধারকারী বিমানকে (Air India flight coming back due to NOTAM in Ukraine) ৷ জানা গিয়েছে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয়েছিল এবার ইন্ডিয়ার বিশেষ বিমান ৷ কিন্তু তার কিছু পরেই ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন ৷

এর জেরে ইউক্রেনের আকাশসীমায় যাতে কোনও বিমান প্রবেশ করতে না পারে তার জন্য 'নোটাম' (নোটিস টু এয়ারম্যান) জারি করে ইউক্রেন ৷ ফলে সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার না করেই এদিন ফিরতে হল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI1947 কে ৷

আরও পড়ুন :পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এদিন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, পড়ুয়া-সহ প্রায় 20 হাজার ভারতীয় বর্তমানে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন ৷ ফলে স্বাভাবিক ভাবেই তাঁদের নিয়ে উদ্বেগ বাড়ছে ৷ এদিন সকালেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান 182 জন ভারতীয়কে নিয়ে দিল্লি পৌঁছেছে ৷

Last Updated : Feb 24, 2022, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details