মুম্বই, 16 মে: মুম্বইতে পাইলট (কমান্ডার এবং ফার্স্ট অফিসার) নিয়োগের লক্ষ্যে একটি রোড শো করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেড (এআইএক্সএল) ৷ এয়ার ইন্ডিয়ার কম খরচের এই বিমান সংস্থার রোড শোতে সোমবার উপস্থিত হয়েছিলেন পাইলটরা ৷ পাইলট নিয়োগের ফলে এই সংস্থার কার্যক্রমের ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷
এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেড একই রকমের নিয়োগ অভিযান চালিয়েছে অন্যান্য শহরে ৷ 10 ও 11 মে দিল্লিতে এবং 12 ও 13 মে বেঙ্গালুরুতে অনুরূপ রোড শোয়ের আয়োজন করা হয় ৷ তার পরের রোড শোটি হল মুম্বইতে ৷ এই ইভেন্টগুলির সময় পরিচালিত বাছাই প্রক্রিয়ায় প্রায় 300 জন পাইলট অংশগ্রহণ করেন ৷
পাইলট এবং কেবিন ক্রু সদস্যদের জন্য একাধিক শূন্যপদ থাকায় এআইএক্সএল গত বছরের অক্টোবর মাস থেকে সক্রিয়ভাবে তার কর্মীবাহিনীকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছে । খুব কম সময়ের মধ্যে এই সংস্থা 280 জনেরও বেশি পাইলট এবং 250 জন কেবিন ক্রু সদস্য নিয়োগ করেছে ৷ কোম্পানির তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷