নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের (Airbus) কাছ থেকে আড়াইশো বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India) ৷ মঙ্গলবার এই তথ্য দিয়েছেন টাটা গ্রুপের প্রধান এন চন্দ্রশেখরণ (Tata Group chief N Chandrasekaran) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) উপস্থিতিতে একটি ভার্চুয়াল ইভেন্টে এদিন তিনি এই কথা জানান । যা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত ৷ তিনি এই চুক্তিকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছেন ৷ এই চুক্তি ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেছেন ৷
এয়ার ইন্ডিয়া 210টি ন্যারো বডি প্লেন ও 40টি ওয়াইড বডি বিমান-সহ এয়ারবাস থেকে 250টি জেট কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখরণ । এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার পর সংস্থাকে ক্রমশ সম্প্রসারণের কাজ করে যাচ্ছে টাটা গ্রুপ৷ তারই অঙ্গ হিসেবে এই চুক্তি করা হচ্ছে ৷ সব মিলিয়ে 470টি বিমানের বড় অর্ডারের অংশ ৷