পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Air India-Airbus Deal: 250 বিমান কিনতে এয়ার ইন্ডিয়া-এয়ারবাসের চুক্তিকে যুগান্তকারী বললেন প্রধানমন্ত্রী - ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

এয়ারবাসের কাছ থেকে 250টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India to acquire 250 aircraft from Airbus) ৷ একটি ভার্চুয়াল ইভেন্টে মঙ্গলবার একথা জানান টাটা গ্রুপের প্রধান এন চন্দ্রশেখরণ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই ইভেন্টে উপস্থিত ছিলেন ৷ এই চুক্তিকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী ৷

Air India-Airbus Deal
Air India-Airbus Deal

By

Published : Feb 14, 2023, 6:54 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের (Airbus) কাছ থেকে আড়াইশো বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India) ৷ মঙ্গলবার এই তথ্য দিয়েছেন টাটা গ্রুপের প্রধান এন চন্দ্রশেখরণ (Tata Group chief N Chandrasekaran) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (French President Emmanuel Macron) উপস্থিতিতে একটি ভার্চুয়াল ইভেন্টে এদিন তিনি এই কথা জানান । যা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্ছ্বসিত ৷ তিনি এই চুক্তিকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছেন ৷ এই চুক্তি ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেছেন ৷

এয়ার ইন্ডিয়া 210টি ন্যারো বডি প্লেন ও 40টি ওয়াইড বডি বিমান-সহ এয়ারবাস থেকে 250টি জেট কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখরণ । এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার পর সংস্থাকে ক্রমশ সম্প্রসারণের কাজ করে যাচ্ছে টাটা গ্রুপ৷ তারই অঙ্গ হিসেবে এই চুক্তি করা হচ্ছে ৷ সব মিলিয়ে 470টি বিমানের বড় অর্ডারের অংশ ৷

প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাষণে বলেন, "আমি এই যুগান্তকারী চুক্তির জন্য এয়ার ইন্ডিয়া ও এয়ারবাসকে অভিনন্দন জানাতে চাই । এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁকেও ধন্যবাদ জানাতে চাই । এই গুরুত্বপূর্ণ চুক্তিটি কেবল শক্তিশালী ভারত-ফরাসি সম্পর্ককেই প্রতিফলিত করে না, বরং ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষাকেও প্রদর্শন করে ।’’

প্রধানমন্ত্রী আরও বলেন, "অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্র শক্তিশালী করা আমাদের জাতীয় পরিকাঠামো কৌশলের একটি বড় অংশ । গত আট বছরে, ভারতে বিমানবন্দরের সংখ্যা 74 থেকে 147-এ উন্নীত হয়েছে । আমাদের আঞ্চলিক সংযোগ প্রকল্প উড়ান দেশের প্রত্যন্ত অংশগুলিকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে । দেশটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও উৎসাহিত করছে ৷”

আরও পড়ুন:₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

ABOUT THE AUTHOR

...view details