বেঙ্গালুরু, 12 মার্চ: বিমান সেবিকার মৃত্যু ঘিরে রহস্য বেঙ্গালুরুর আবাসনে। দুবাই থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তাঁর আবাসনেই ওই বিমান সেবিকা আত্মহত্যা করেছেন বলে খবর। বেঙ্গালুরুর কোরামাঙ্গালা এলাকায় শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই বিমান সেবিকার নাম অর্চনা। বাড়ি হিমাচলপ্রদেশে। কিন্তু কর্মসূত্রে তিনি এখন দুবাইয়ে থাকতেন । তাঁর প্রেমিক আদেশ আদতে মেঙ্গালুরুর বাসিন্দা। পেশায় তথ্য প্রযুক্তি কর্মী আদেশ এখন বেঙ্গালুরুতে চাকরি করেন । তাঁর বাড়িতেই আসেন অর্চনা। সেখানেই নিজেকে শেষ করে দিলেন (Police is investigating the whole matter) ।
পুলিশ জানতে পেরেছে মাস ছয়েক আগে দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই তরুণী। কয়েকটি সূত্র খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান আদেশ এবং অর্চনার মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তারই ফলশ্রুতিতে নিজেকে শেষ করে দেন অর্চনা। তবে এখনও কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা । দু'জনের মধ্যে ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা জানার চেষ্টা হচ্ছে। আদেশের সঙ্গে কথা বলা হচ্ছে।