পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

North India Fog: কুয়াশায় ঢাকল উত্তর ভারত, ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবা - Fog covered in North India

পারদ নামতে শুরু করেছে ৷ পড়ছে জাঁকিয়ে শীত ৷ ঘন কুয়াশায় ঢাকছে উত্তর ভারত (North India fog) ৷ হ্রাস পাচ্ছে দৃশ্যমানতা ৷ এর প্রভাব পড়ছে বিমান ও ট্রেন চলাচলে ৷

North India
fog

By

Published : Jan 9, 2023, 1:27 PM IST

Updated : Jan 9, 2023, 4:22 PM IST

নয়াদিল্লি, 9 জানুয়ারি: শীতে কাবু পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব ৷ রাজধানী দিল্লিতে পারদ চড়েও বেশি এবং নামেও তাড়াতাড়ি ৷ ফলে দিন দিন দিল্লি এবং এনসিআরে যত পারদ নামতে শুরু করেছে, ততই কুয়াশার পুরু স্তরে ঢাকছে রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি ৷ আর এর জেরে সোমবার হ্রাস পেয়েছে দৃশ্যমানতা । কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কিছুই (Fog covered in North India due to decreasing temperature) ৷

এদিন সকাল 6টার দিকে রাজধানীতে দৃশ্যমানতা 25 মিটারেরও কম হয়ে যায় ৷ যার ফলে সকালেও গাড়ি চালকদের হেডলাইট জ্বালিয়ে রাখতে দেখা গিয়েছে । এমনকী বাসিন্দারা ঠান্ডা থেকে বাঁচতে গ্যাস স্টেশনের আশেপাশে ঠাই নিয়েছেন ৷ রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গিয়েছে অনেককে ।

আজ সকাল 5:30 টায় ভাটিন্ডা-0 মিটার, অমৃতসর-25 এবং আম্বালা-25 মিটার, হিসার-50 মিটার, দিল্লি (সফদরজং)-25 মিটার, দিল্লি (পালম)-50 মিটার দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ৷ মৌসম বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের দৃশ্যমানতা ছিল আগ্রায়-০ মিটার, লখনউ (আমাউসি)-0 মিটার, বারাণসী (বাবাতপুর)-25 মিটার, বেরেলিতে-50 মিটার । স্যাটেলাইটে ধরা পড়া ছবি এবং আইএমডি থেকে উপলব্ধ দৃশ্যমানতার তথ্য অনুসারে, কুয়াশার স্তরটি পঞ্জাব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম রাজস্থান থেকে হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লি এবং উত্তরপ্রদেশ জুড়ে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে ।

রাজধানীতে ঘন কুয়াশার জেরে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) প্লেন ওঠা-নামায় প্রভাব পড়ে । মধ্যরাতে আইজিআইএ একটি বিবৃতিতে জানায়, দিল্লি বিমানবন্দরে ক্রমাগত দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবায় কিছু পরিবর্তন হয়েছে ৷ যাত্রীদের আপডেট বিমানের সময়সীমা জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে । দিল্লিতে সোমবার কুয়াশার কারণে এক্সপ্রেস ট্রেন-সহ শুধুমাত্র উত্তর রেলওয়ের 29টির বেশি ট্রেন দেরিতে চলছে । ট্রেন দেরিতে ছাড়ায় যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন ।

ভারতীয় রেলের তথ্য অনুসারে, মুজফফরপুর-আনন্দ বিহার গরিব রথ (Anvt Garib Rath) 7 ঘণ্টা দেরিতে চলছে ৷ শিয়ালদা-রাজধানী এক্সপ্রেস 11:30 ঘণ্টা দেরিতে চলছে ৷ হাওড়া-রাজধানী এক্সপ্রেস 10:30 ঘণ্টা, জয়নগর-গরিব রথ এক্সপ্রেস 10:30 ঘণ্টা দেরিতে, নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস 9 ঘণ্টা দেরিতে, দুরন্ত এক্সপ্রেস 13:30 ঘণ্টা দেরিতে চলছে ।

আরও পড়ুন:শীতের দাপট চলবে, কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের শঙ্কা

আজ দিল্লিতে বায়ুর গুণমান মান 'গুরুতর' বিভাগে ছিল ৷ সামগ্রিক একিউআই ছিল 422 । কুয়াশার ঘন স্তর নয়ডা এবং গুরুগ্রামের কিছু অংশও ঢেকে দেয় । 0 থেকে 100 পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্সকে ভালো হিসাবে বিবেচনা করা হয় ৷ যখন 100 থেকে 200 পর্যন্ত থাকে তাকে মাঝারি, 200 থেকে 300 পর্যন্ত খারাপ এবং 300 থেকে 400 পর্যন্ত খুব খারাপ এবং 400 থেকে 500 বা তার উপরে গুরুতর হিসাবে বিবেচিত হয় । সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) অনুসারে, রবিবার দিল্লির বাতাসের গুণগত মান 'খুব খারাপ' বিভাগেরও উপরে রেকর্ড করা হয়েছে ।

Last Updated : Jan 9, 2023, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details