হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর:রমেশ বিধুরির বিতর্কে এবার মুখ খুললেন মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ হায়দরাবাদে একটি জনসমাবেশ থেকে রবিবার তিনি বলেন, "সেদিন আর বেশি দূরে নয় যেদিন সংসদে একজন মুসলিমকে গণপিটুনি দেওয়া হবে।" গত বৃহস্পতিবার রাতে সংসদে দাঁড়িয়ে বিএসপির সংখ্যালঘু সাংসদ দানিশ আলিকে অসংসদীয় ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ৷
রমেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিভিন্ন মহল। খোদ দানিশ বলেছেন, কড়া পদক্ষেপ না-হলে তিনি নিজেই সাংসদ পদ ছেড়ে দেবেন। তাঁর পাশে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের সাংসদরাও বলেছেন রমেশের বিরুদ্ধে ব্যবস্থা না-হলে তাঁরাও সংসদের অধিবেশনে অংশ নেবেন না। এমনই আবহে সরব হলেন এআইএমআইএম প্রধান। এই প্রসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেন তিনি ৷ ঘটনার পর সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তবে তাতেও থামেনি বিতর্ক ৷ এমনই আবহে পালটা আক্রমণের রাস্তায় হাঁটে বিজেপি ৷