পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Owaisi Challenges BJP over Tipu Remark: টিপু সুলতান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ওয়াইসির

টিপু সুলতানের অনুগামীদের বেঁচে থাকা উচিত নয় বলে বিতর্কিত মন্তব্য করেছেন কর্ণাটক বিজেপির সভাপতি নলীন কাটিল (Controversial Remark on Tipu Sultan) ৷ তাঁকে পালটা চ্যালেঞ্জ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷

Owaisi Challenges BJP over Tipu Remark
Owaisi Challenges BJP over Tipu Remark

By

Published : Feb 16, 2023, 3:26 PM IST

হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি: কর্ণাটকে বিজেপির সভাপতি ও সাংসদ নলীন কাটিলকে (Karnataka BJP chief Nalin Kateel) চ্যালেঞ্জ করলেন আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM Chief Asaduddin Owaisi) ৷ টিপু সুলতান (Tipu Sultan) নিয়ে ওই বিজেপি সাংসদ যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তারই প্রেক্ষিতে এই চ্যালেঞ্জ ছুঁড়েছেন এআইএমআইএম প্রধান ৷ তাঁর বক্তব্য যে তিনিও টিপু সুলতানের নাম বলছেন ৷ তাঁর বিরুদ্ধে ওই বিজেপি সাংসদ কী করতে পারেন, সেটাই তিনি দেখতে চান ৷

প্রসঙ্গত, সম্প্রতি টিপু সুলতান নিয়ে ওই বিতর্কিত মন্তব্যটি করেন নলীন কাটিল ৷ তাঁর দাবি ছিল, "টিপু সুলতানের অনুগামীদের বেঁচে থাকা উচিত নয় ৷ এই মন্তব্যের প্রেক্ষিতেই পালটা চ্যালেঞ্জ করেছেন আসাদউদ্দিন ৷ তিনি বলেন, "আমি টিপু সুলতানের নাম নিচ্ছি, আমি দেখতে চাই আপনি কী করেন ।’’

একই সঙ্গে এই ইস্যুতে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Narendra Modi) ৷ জানতে চেয়েছেন, ‘‘কর্ণাটকের বিজেপি সভাপতি যা বলেছেন, প্রধানমন্ত্রী কি তার সঙ্গে একমত ?’’ নলীন কাটিলের এই মন্তব্যকে তিনি ‘হিংসা, হত্যা ও গণহত্যার জন্য প্রকাশ্য আহ্বান’ বলে দাবি করেছেন ৷ তাই কর্ণাটকের বিজেপি শাসিত সরকারের প্রতি তাঁর প্রশ্ন, কর্ণাটকের বিজেপি সরকার কি এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে ? পাশাপাশি নলীনের এই মন্তব্যকে আসাদউদ্দিন বিদ্বেষমূলক বলেও মন্তব্য করেছেন ৷

কর্ণাটকের বিজেপি সভাপতি সেদিন দাবি করেছিলেন যে তাঁরা রাম ও হনুমানের ভক্ত ও টিপু সুলতানের বংশধর নন । টিপুলসের বংশধরদের ফেরত পাঠানো উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন ৷ কিন্তু কোথায় ফেরত পাঠানো হবে, সেই বিষয়টি ব্যাখ্যা করেননি ৷

নলীন কাটিল সেদিন বলেন, "আমি এখানকার লোকদের জিজ্ঞাসা করি, আপনি কি ভগবান হনুমান নাকি টিপুর পুজো করেন । তাহলে কি আপনি যাঁরা টিপুর অনুসারী, তাঁদের বনে পাঠাবেন ? এটা নিয়ে চিন্তা করুন ।’’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘‘আপনার কি মনে হয় এই রাজ্যে ভগবান হনুমান ভক্ত বা টিপুর বংশধরদের প্রয়োজন ?’’ এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি একটি চ্যালেঞ্জ জানাচ্ছি, যারা টিপুর অনুসারী, তাঁদের এই মাটিতে বেঁচে থাকা উচিত নয় ।"

তার পরই এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ আর যার জবাব দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ তবে সেদিন কর্ণাটকের কপ্পালে বিজেপির একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি ৷ পাশাপাশি কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও (Congress leader Siddaramaiah) নিশানা করেন তিনি ৷ বলেন, হনুমান ভক্ত যদি বিধানসভায় থাকেন, তাহলে টিপুর ভক্ত সিদ্দারামাইয়াকে কোথায় যেতে হবে ? তাঁকে বনে পাঠাতে হবে । 2023 সালের নির্বাচনে সিদ্দারামাইয়াকে বনে পাঠান ।"

আরও পড়ুন: টিপু সুলতান সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছিলেন এই পুকুরের জল খেয়ে ?

ABOUT THE AUTHOR

...view details