পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Owaisi attacks Modi Govt: সাহস থাকলে চিনে সার্জিক্যাল স্ট্রাইক করুন, মোদি সরকারকে চালেঞ্জ ওয়াইসির - Asaduddin Owaisi

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মোদি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন । তিনি চিনের উপর সার্জিক্যাল স্ট্রাইক করার চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ।

Owaisi attacks BJP
আসাদউদ্দিন ওয়াইসি

By

Published : May 31, 2023, 1:38 PM IST

হায়দরাবাদ, 31 মে: তেলেঙ্গানার আদিলাবাদে এক জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং অমিত শাহকে নিশানা করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আদিলাবাদের জনসভা থেকে তিনি কেন্দ্রের মোদি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ করেন। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে বৈষম্যে সৃষ্টি করারও অভিযোগও তুলেছেন ওয়াইসি ।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদিলাবাদের জনসভায় আসাউদ্দিন ওয়াইসির বক্তৃতার একটি ভিডিয়ো। ভিডিয়োর একটি অংশে মিম প্রধানকে দেখা যাচ্ছে উস্কানিমূলক মন্তব্য করতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। ভিডিয়োতে পাকিস্তানের নাম না-করেই সহানুভূতি দেখিয়েছেন ওয়াইসি। একইসঙ্গে ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করেন তিনি। এআইএমআইএম প্রধান বলেন, "চিন দু'হাজার কিলোমিটার জমি দখল করে রয়েছে । সাহস থাকলে সেই জমিকে ফিরিয়ে আনুন। সাহস থাকলে চিনে সার্জিক্যাল স্ট্রাইক করুন ।"

আসাদউদ্দিন ওয়াইসি অমিত শাহকে আক্রমণ ও দুই সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের অভিযোগ করে বলেন, "মন্দিরের জন্য কোটি কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল এবং তিনি (অমিত শাহ) বলেছেন যে স্টিয়ারিং আমার হাতে। স্টিয়ারিং আপনার হাতে, তাহলে বিজেপির লোকজন কেন কষ্ট পাচ্ছে? তারা বলছেন, পুরনো শহরে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। সাহস থাকলে চিনে সার্জিক্যাল স্ট্রাইক করুন ।"

আরও পড়ুন:টিপু সুলতান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে চ্যালেঞ্জ ওয়াইসির

প্রসঙ্গত, ওয়াইসিকে বারংবারই আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপি সরকারকে ৷ সম্প্রতি নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে সরকারকে বিঁধেছিলেন এআইএমআইএম প্রধান। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত নয় । লোকসভার স্পিকার ওম বিড়লা যদি নতুন সংসদ ভবনের উদ্বোধন না-করেন, তাহলে তাঁরা অনুষ্ঠানে যোগ দেবেন না। এর আগে টিপু সুলতান নিয়ে মন্তব্য করায় বিজেপি সাংসদ নলীন কাটিলকে চ্যালেঞ্জ করেছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷

ABOUT THE AUTHOR

...view details