নয়াদিল্লি, 21 অগস্ট: মৃত্যুর আগে পর্যন্ত তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jayaram Jayalalithaa) যে চিকিৎসা করা হয়েছিল, তাতে কোনও ত্রুটি ছিল না ৷ এই মর্মে তাদের রিপোর্ট পেশ করেছে 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস' (All India Institute of Medical Sciences) বা এইমস (AIIMS) ৷ এই ঘটনার তদন্তের জন্য সংস্থার চিকিৎসকদের নিয়ে প্য়ানেল তৈরি করা হয়েছিল ৷ সেই প্য়ানেলের তরফ থেকে রিপোর্ট পেশ করে বলা হয়, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জয়ললিতার সঠিক চিকিৎসা করেছিলেন ৷ তাতে কোনও ভুল ছিল না ৷ এইমসের এই রিপোর্টে স্বস্তি ফিরল দক্ষিণ ভারতের ওই হাসপাতালের ৷
প্রসঙ্গত, জয়ললিতার হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে তাঁর মৃত্যু পর্যন্ত, নানামহলে জয়ললিতার চিকিৎসা নিয়েই প্রশ্ন তোলা হয় (Jayalalithaa Death Controversy) ৷ এমনকী, সংশ্লিষ্ট হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্য়ে গাফিলতিরও অভিযোগ ওঠে ৷ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত ৷ এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ঘটনার তদন্তের জন্য গঠিত হয় অরুমুঘাস্বামী কমিশন (Arumughaswamy Commission) ৷ একইসঙ্গে, এইমস-কে নির্দেশ দেওয়া হয়, তাদের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করতে হবে ৷ সেই প্যানেলের সদস্যরা তদন্তে অরুমুঘাস্বামী কমিশনকে তদন্তে সাহায্য করবেন ৷