নয়াদিল্লি, 15 অক্টোবর : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ শুক্রবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসের (All India Institute of Medical Sciences, AIIMS) তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী চিকিৎসার সাড়া দিচ্ছেন ৷ আর ধীরে ধীরে সুস্থও হচ্ছেন ৷
প্রসঙ্গত, দুর্বলতা জনিত কারণে তাঁকে গত বুধবার এইমসে ভর্তি করা হয়েছিল ৷ তার পর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের পর্যেবক্ষণে রয়েছেন ৷
আরও পড়ুন :Trustworthiness Index : রাজনীতিবিদদের বিশ্বাসই করেন না ভারতীয়রা, সমীক্ষায় উঠে এল তথ্য
বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা যা ছিল, তার থেকে শুক্রবার তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে কংগ্রেসের মুখপাত্র প্রণব ঝা জানিয়েছেন ৷
একই সঙ্গে কংগ্রেসের 89 বছরের এই নেতার শারীরিক অবস্থা নিয়ে গুজব যাতে না ছড়ানো হয়, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন প্রণব ঝা ৷ এদিকে এদিন হাসপাতালে মনমোহনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷
আরও পড়ুন :Narendra Modi : 'মিসাইল ম্যান' প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মনমোহন সিংয়ের সুস্থতা কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) ৷ টুইটে মোদি লেখেন, "আমি ড. মনমোহন সিংজির দ্রুত আরোগ্য এবং সুস্থ শরীরের জন্য প্রার্থনা করছি ৷"