নয়াদিল্লি, 13 অক্টোবর: 26 সপ্তাহেরও বেশি অন্তঃসত্ত্বা বিবাহিতার ভ্রূণে কোনও অস্বাভাবিকতা আছে কি না, তা দিল্লি এইমসের মেডিক্যাল বোর্ডকে খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি, মেডিক্যাল বোর্ডকে অন্তঃসত্ত্বার স্বাস্থ্যের অবস্থাও পরীক্ষা করে দেখতে বলেছে শীর্ষ আদালত ৷ ওই মহিলার দাবি, তিনি তীব্র বিষণ্ণ্তা এবং গুরুতর প্রসবোত্তর সাইকোসিসে ভুগছেন ৷
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ বলেছে যে, ওই মহিলার আইনজীবী অমিত মিশ্র একগুচ্ছ প্রেসক্রিপশন জমা দিয়েছেন, যেখানে লেখা রয়েছে যে, আবেদনকারী 2022 সালের 10 অক্টোবর থেকে প্রসবোত্তর সাইকোসিসের জন্য চিকিত্সা করছেন ৷ বেঞ্চ বলেছে, প্রাথমিক হস্তলিখিত প্রেসক্রিপশন থেকে এটা স্পষ্ট নয় যে, অসুস্থতার প্রকৃতি কী ছিল যার জন্য ওই ওষুধগুলি দেওয়া হয়েছিল ৷ আদালতের পর্যবেক্ষণ, প্রেসক্রিপশনগুলিতে অসুস্থতার প্রকৃতি কী ছিল, সে বিষয়ে কিছু বলা নেই ৷
প্রধান বিচারপতি বলেন, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের প্রেক্ষিতে নিম্নলিখিত বিষয়ে এইমসের ডাক্তারি মতামত নেওয়া প্রয়োজন: ভ্রূণ কোনও অস্বাভাবিকতায় ভুগছে কি না ? নির্ধারিত ওষুধের দ্বারা গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ অব্যাহত রাখা বিপন্ন হতে পারে এমন কোনও প্রমাণ আছে কি না ।
শীর্ষ আদালত উল্লেখ করেছে যে, এইমস-এর আগের রিপোর্টে বলা হয়েছে যে, ভ্রূণটি স্বাভাবিক ৷ বিষয়টিকে সন্দেহাতীত করার জন্য, আরও রিপোর্ট জমা দেওয়া যেতে পারে । প্রধান বিচারপতি বলেন, এইমস আবেদনকারীর মানসিক ও শারীরিক অবস্থার নিজস্ব স্বাধীন মূল্যায়ন করতে পারে । সুপ্রিম কোর্ট আবেদনকারীকে আজ এইমস মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে বলেছে এবং সোমবার এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ।