পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোরক্ষপুরের এইমসে ছাত্রীকে 'ধর্ষণ', অভিযুক্ত শীর্ষ আধিকারিক - গোরক্ষপুর

AIIMS student alleges rape by senior official: এইমস গোরক্ষপুরের এক এমবিবিএস ছাত্রী ইনস্টিটিউটের এক ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ঘটনাটি গত 17 ডিসেম্বর রাতে। এরপর ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিআরডি মেডিকেল কলেজে ভরতি করা হয়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 10:34 PM IST

Updated : Jan 12, 2024, 10:50 PM IST

গোরক্ষপুর, 11 জানুয়ারি:ধর্ষণের অভিযোগ গোরক্ষপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। সংস্থার এক এমবিবিএস ছাত্রী ইনস্টিটিউটের ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি 9 সদস্যের দল গঠন করা হয়েছে ৷ পাশাপাশি, মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রীটি এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত 17 ডিসেম্বর রাতে। এরপর ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় বিআরডি মেডিকেল কলেজে ভরতি করা হয়। আরও জানা গিয়েছে, নির্যাতিতা তৎকালীন নির্বাহী পরিচালক অধ্যাপক সুরেখা কিশোরের কাছে অভিযোগ করলেও পরবর্তীতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার নির্যাতিতা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নতুন নির্বাহী পরিচালক গোপালকৃষ্ণ পালের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আবেদন জানান। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁকে আপাতত ক্যাম্পাসে প্রবেশ না করতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

নির্যাতিতার অভিযোগ, তিনি বেশ কয়েকজন সহপাঠীর সঙ্গে মেসে খাবারের মান খারাপের অভিযোগ জমা দিতে গেলে ওই আধিকারীক তাঁকে ধর্ষণ করেন ৷ নির্যাতিতার দাবি, যখন তাঁরা এইমসের ওই আধিকারিকের ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে থাকতে বলা হয়েছিল ৷ পরে তাঁকে সেখানেই ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে ফল খারাপ হবে বলেও ওই আধিকারীক হুমকি দেন ৷ প্রফেসর কিশোরের কাছে অভিযোগ জানালেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই নির্য়াতিতা। নতুন নির্বাহী ডিরেক্টর আসার পর ওই নির্যাতিতা ফের অভিযোগ দায়ের করেন। আরও পরে বিষয়টি প্রকাশ্যে আসে।

Last Updated : Jan 12, 2024, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details