পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

China Attacked AIIMS Delhi Server: দিল্লি এইমসের সার্ভারে হামলা চালিয়েছিল চিন, দাবি সরকারি সূত্রের - দিল্লি এইমসের সার্ভারে হামলা

দিল্লি এইমসের কম্পিউটারের সার্ভারে হামলা চালিয়েছিল চিন (China Attacked AIIMS Delhi Server)৷ এমনই দাবি করেছেন সরকারি সূত্র (Servers safely retrieved)৷ তিনি জানিয়েছেন, 5টি সার্ভার পুনরুদ্ধার করা হয়েছে (AIIMS Delhi server attack originated from China)৷

AIIMS Delhi server attack originated from China, say government sources
দিল্লি এইমসের সার্ভারে হামলা চালিয়েছিল চিন, দাবি সরকারি সূত্রের

By

Published : Dec 14, 2022, 3:27 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর কম্পিউটার সার্ভারে হামলা চালিয়েছিল চিনা হ্যাকাররা (China Attacked AIIMS Delhi Server)৷ বুধবার একটি ঊর্ধ্বতন সরকারি সূত্র এ কথা জানিয়েছে ৷ তিনি জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পাঁচটি সার্ভারের ডেটা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে (AIIMS Delhi server attack originated from China)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MoHFW) একটি সূত্র জানিয়েছে, "দিল্লি এইমসের সার্ভারে হামলা চালিয়েছিল চিনারা ৷ এফআইআর-এ বলা হয়েছে যে, আক্রমণটি এসেছিল চিন থেকে । 100টি সার্ভারের মধ্যে (40টি ফিজিক্যাল এবং 60টি ভার্চুয়াল), পাঁচটি ফিজিক্যাল সার্ভারে সফলভাবে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা । আরও বড় ক্ষতি হতে পারত ৷ পাঁচটি সার্ভারের ডেটা এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে (Servers safely retrieved)৷"

এইমস দিল্লি 23 নভেম্বর প্রথম তাদের সার্ভারের ব্যর্থতার একটি রিপোর্ট জানিয়েছিল । সার্ভারের নিরাপত্তার দেখাশোনার দায়িত্বে থাকা দুই বিশ্লেষককে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করা হয় ।

আরও পড়ুন:ভারত-চিন ইস্যুতে আলোচনার দাবিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট বিরোধীদের

এইমস কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ই-হাসপাতাল ডেটা পুনরুদ্ধার করা হয়েছে । বিবৃতিতে বলা হয়, "ই-হসপিটাল ডেটা সার্ভারে পুনরুদ্ধার করা হয়েছে । পরিষেবাগুলি পুনরুদ্ধার করার আগে নেটওয়ার্কটি সংক্রমণমুক্ত করা হচ্ছে । ডেটার পরিমাণ এবং হাসপাতালের পরিষেবার জন্য প্রচুর সংখ্যক সার্ভার/কম্পিউটারের কারণে গোটা প্রক্রিয়ায় কিছুটা সময় নিচ্ছে । সাইবার নিরাপত্তার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে ৷ বাইরের রোগী, ইন-পেশেন্ট, গবেষণাগার ইত্যাদি-সহ হাসপাতালের সব পরিষেবা ম্যানুয়াল মোডে চালানো হচ্ছে ৷

এ মাসের শুরুতে দিল্লি পুলিশের একটি বিশেষ সেল এইমস দিল্লিতে কম্পিউটার সিস্টেমে হামলার তদন্ত শুরু করে । সরকারি সূত্রের খবর অনুযায়ী, ম্যালওয়্যার আক্রমণের উত্স শনাক্ত করতে এইমস দিল্লির সংক্রমিত সার্ভার পরীক্ষা করার জন্য সেন্ট্রাল ফরেনসিক ল্যাব (সিএফএসএল)-এর একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details