নয়াদিল্লি, 14 ডিসেম্বর: দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর কম্পিউটার সার্ভারে হামলা চালিয়েছিল চিনা হ্যাকাররা (China Attacked AIIMS Delhi Server)৷ বুধবার একটি ঊর্ধ্বতন সরকারি সূত্র এ কথা জানিয়েছে ৷ তিনি জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পাঁচটি সার্ভারের ডেটা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে (AIIMS Delhi server attack originated from China)।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (MoHFW) একটি সূত্র জানিয়েছে, "দিল্লি এইমসের সার্ভারে হামলা চালিয়েছিল চিনারা ৷ এফআইআর-এ বলা হয়েছে যে, আক্রমণটি এসেছিল চিন থেকে । 100টি সার্ভারের মধ্যে (40টি ফিজিক্যাল এবং 60টি ভার্চুয়াল), পাঁচটি ফিজিক্যাল সার্ভারে সফলভাবে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা । আরও বড় ক্ষতি হতে পারত ৷ পাঁচটি সার্ভারের ডেটা এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে (Servers safely retrieved)৷"
এইমস দিল্লি 23 নভেম্বর প্রথম তাদের সার্ভারের ব্যর্থতার একটি রিপোর্ট জানিয়েছিল । সার্ভারের নিরাপত্তার দেখাশোনার দায়িত্বে থাকা দুই বিশ্লেষককে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে সাসপেন্ড করা হয় ।