কলকাতা ও ভুবনেশ্বর, 25 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই ৷ তাই সোমবারই তাঁকে থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান ওড়িশার (Odisha) ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar)-এর চিকিৎসক আশুতোষ বিশ্বাস ৷
সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থ চট্টোপাধ্য়ায়কে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় ৷ তারপর সড়ক পথে অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে পৌঁছন তিনি ৷ অ্য়াম্বুল্যান্সে তোলার মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুকে হাত দিয়ে নিজের অসুস্থতা বোঝানোর চেষ্টা করেন পার্থ ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন তুষারকান্তি পাত্র নামে এক চিকিৎসক ৷ তিনি এসএসকেএম-এ কর্মরত বলে জানা গিয়েছে ৷ এছাড়াও, পার্থর আইনজীবী অনিন্দ্য কিশোর রাউতও এদিন ভুবনেশ্বর এইমস-এ ছিলেন ৷
আরও পড়ুন:Partha Chatterjee at AIIMS Bhubaneswar: শরীর ভালো নেই, ভুবনেশ্বর পৌঁছে ইঙ্গিতে বোঝালেন পার্থ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থ সেখানে পৌঁছতেই তাঁর কী কী সমস্যা রয়েছে, তা জানতে চান ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকরা ৷ পার্থ তাঁদের বলেন, তাঁর হার্ট ও কিডনির সমস্য়া রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি ৷ এরপরই পার্থর হার্ট ও কিডনি সংক্রান্ত যাবতীয় পরীক্ষা করা হয় ৷ পার্থর স্বাস্থ্য পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে আলাদা একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয় ৷ কিন্তু, স্বাস্থ্য পরীক্ষায় উদ্বেগ করার মতো কোনও কিছু মেলেনি বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
পরে ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসক আশুতোষ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "পার্থ চট্টোপাধ্য়ায়ের কিছু ক্রনিক সমস্যা রয়েছে ৷ সেগুলিতে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন ৷ তার জন্য যেমন ওষুধ খাওয়ার খেয়ে যেতে হবে ৷ তবে, এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই ৷" এইমস-এর এই রিপোর্ট সংশ্লিষ্ট ইডি আধিকারিক ছাড়াও পার্থর আইনজীবী এবং তাঁদের সঙ্গে যাওয়া এসএসকেএম-এর চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয় ৷ একইসঙ্গে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবারই পার্থকে ছেড়ে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন পার্থ ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এইমস-এর চিকিৎসক বলেন, এসএসকেম তাদের মতো করে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা করেছে ৷ আর ভুবনেশ্বর এইমস-এ তাদের মাপকাঠি মেনে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷
পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই আরও পড়ুন:Partha Chatterjee: সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন পার্থর আইনজীবী
উল্লেখ্য, টানা 19 ঘণ্টা জেরার পর শনিবার সকালে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি ৷ সূত্রের দাবি, জেরা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন পার্থ ৷ পরবর্তীতে পার্থকে গ্রেফতার করার পর নিয়ম মাফিক তাঁর স্বাস্থপরীক্ষা করানো হয় ৷ সেই প্রক্রিয়া সারা হয় জোকা ইএসআই হাসপাতালে ৷ কিন্তু, পরে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে পার্থকে এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয় ৷ নিম্ন আদালতের এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করে ইডি ৷ তারই প্রেক্ষিতে উচ্চ আদালত নির্দেশ দেয়, ভুবনেশ্বর এইমস-এ পার্থর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ৷ সোমবার সেই প্রক্রিয়া সারার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাদের বিশ্লেষণ অনুসারে পার্থ চট্টোপাধ্য়ায়ের হাসপাতালে ভর্তি থাকার কোনও প্রয়োজন নেই ৷
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এই ঘটনা রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী (বর্তমান শিল্প মন্ত্রী) পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছে বড় ধাক্কা ৷ কারণ, এরপর তিনি আর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি হেফাজত এড়াতে পারবেন না ৷ তাঁকে আবারও লাগাতার জেরার মুখে পড়তে হবে ৷