চেন্নাই, 25 সেপ্টেম্বর: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির ৷ এনডিএ জোট থেকে বেরিয়ে এল এআইএডিএমকে ৷ দক্ষিণ ভারতে এনডিএ জোটের অন্যতম বড় রাজনৈতিক দল ছিল জয়ললিতার এআইডিএমকে ৷ লোকসভা ভোটেরে আগে তারাও এবার হাত ছাড়ল বিজেপি তথা এনডিএ'র ৷ সোমবার দলের ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি বলেছেন, "এআইএডিএমকে সভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। এআইএডিএমকে আজ থেকে বিজেপি এবং এনডিএ জোটের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে।"
এই সিদ্ধান্তের পিছনে এআইডিএমকে-এর দাবি, বিজেপির তামিলনাড়ু রাজ্য নেতৃত্ব ক্রমাগত তাদের প্রাক্তন নেতাদের সম্পর্কে অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে ৷ কেপি মুনুসামির কথায়, "বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের সম্পর্কে ক্রমাগত অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে।"
সর্বভারতীয় দ্রাবিড় মুনেত্রা কাজগম (এআইএডিএমকে) সোমবার জানিয়েছে, দল 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতৃত্বের দাবি, এই পদক্ষেপটি এক বছরেরও বেশি সময় ধরে এআইএডিএমকে এবং তাদের নেতাদের উপর বিজেপির আক্রমণ এবং মানহানিকর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ।