পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IndiGo flight entered Pakistan: আমেদাবাদ যাওয়ার পথে আচমকা রুট বদলে পাকিস্তানে ঢুকে গেল ইন্ডিগোর বিমান ! - ইন্ডিগোর বিমান

অমৃতসর থেকে আমেদাবাদের জন্য রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান ৷ মাঝপথে আচমকা রুট বদলে চলে গেল পাকিস্তানে !

Etv Bharat
পাকিস্তানে ঢুকে গেল ইন্ডিগোর বিমান

By

Published : Jun 11, 2023, 9:25 PM IST

নয়াদিল্লি, 11 জুন: এ যেন সুকুমার রায়ের আবোল-তাবোলের গেছো দাদা ৷ দাদা কখন কোথায় থাকেন, তার হিসাব মেলানো দুষ্কর ৷ বাস্তবেও যে তেমন হবে তা ঘুণাক্ষরেও টেরই পারেননি আমেদাবাদগামী ইন্ডিগো বিমানের যাত্রীরা ৷ যাওয়ার কথা ছিল গুজরাত ৷ আর পৌঁছে গেল সরাসরি ইসলামাবাদ !

পঞ্জাবের অমৃতসর থেকে আমেদাবাদের জন্য রওনা দিয়েছিল ইন্ডিগোর ফ্লাইট 6E-685 ৷ কিন্তু পরিবর্তন হয়ে যায় গন্তব্য ৷ শুধু পরিবর্তনই হয়নি, বিমানটি দেশের আকাশসীমাও পার করে সরাসরি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সীমায় প্রবেশ করে যায় ৷ শুধু তাই নয়, প্রায় আধ ঘণ্টা পাকিস্তানের আকাশেই চক্কর কাটে বিমানটি ৷ এরপর অবশ্য তা ফের ভারতীয় সীমায় নিরাপদেই ফিরে আসে ৷ কিন্তু কেন এমন হলো ?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে বাধ্য হয় ইন্ডিগো ফ্লাইট 6E-645 বিমানটি ৷ রবিবার এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদে ভারতীয় আকাশসীমায় ফিরে আসার আগে লাহোরের গুজরানওয়ালা পর্যন্ত চলে গিয়েছিল বিমানটি ৷ ইন্ডিগোর বিমানটি শনিবার সন্ধ্যায় পাকিস্তানের আকাশসীমায় ঢুকে যায় ৷ প্রায় আধ ঘণ্টা পর তা ফের ভারতের সীমানায় ফিরে আসে ৷

বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে, অমৃতসর থেকে আমেদাবাদের উদ্দেশে যাওয়া বিমানটি শনিবার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। ফ্লাইট 6E-645 অমৃতসর থেকে রাত আটটা নাগাদ উড়েছিল ৷ এরপরই তা পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ৷ প্রায় আধঘণ্টা পাকিস্তানের আকাশে চক্কর কাটার পর তা ফের রাত ন'টার দিকে আমেদাবাদে নিরাপদে অবতরণ করে। বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানটি উভয় দেশের এটিসিই পর্যবেক্ষণ করে ৷ এরপর ঘটনার বিস্তারিত বিবরণ অমৃতসর এটিসি পাকিস্তানকে জানায় ৷ পাকিস্তানের তরফে সবুজ সংকেত পাওয়ার পরই বিমানটি সে দেশের আকাশ সীমায় প্রবেশ করে ৷ বিমানের ক্রুরা পাকিস্তানের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগও রেখেছিল ৷ পরে আবহাওয়ার উন্নতি হলে তা ফের আমেদাবাদে অবতরণ করে ৷

আরও পড়ুন:গুলিতে হারিয়েছেন দৃষ্টিশক্তি, ফার্স্ট ডিভিশনে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ইনশা

অন্য, আরও একটি ঘটনায় শনিবার দিল্লি-চেন্নাই বিমান দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ জানা গিয়েছে, ওই বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে আচমকা বিকল হয়ে যায় ৷ অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য দেশের আকাশপথে বিমান চলে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয় ৷ কারণ খারাপ আবহাওয়া পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে দেশের আকাশসীমা লঙ্ঘনের বিশেষ অনুমতি দেওয়া হয় ৷ গত মে মাসে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে ৷ সেবারও পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় 10 মিনিট ভারতের আকাশেই ঘুরেছিল পাকিস্তানের বিমানটি ৷

ABOUT THE AUTHOR

...view details