নয়াদিল্লি, 14 জুন :লোকসভা নির্বাচন হতে এখনও বাকি দু’বছর ৷ কিন্তু সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা কতটা একজোট হতে পারবে, তা খাতায়কলমে দেখে নেওয়ার সুযোগ এসেছে ৷ আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ সেই ভোটকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ৷
সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কার্যত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে হয়ে গেল একটি হাইপ্রোফাইল রাজনৈতিক বৈঠক ৷ যে বৈঠকের দুই কুশীলব দেশের দুই আঞ্চলিক শক্তির সুুপ্রিমো (ahead of oppn leaders meet mamata banerjee calls on sharad pawar at his delhi residence) ৷ তাঁদের একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) ৷ আর অন্যজন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP Leader Shard Pawar) ৷
এদিনই কলকাতা থেকে দেশের রাজধানীতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী ৷ নয়াদিল্লি পৌঁছেই তিনি চলে যান শরদ পাওয়ারের বাসভবনে ৷ সেখানে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয় ৷ আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণ নিয়ে বিরোধীদের বৈঠক রয়েছে ৷ মমতা-পাওয়ার একান্ত আলাপচারিতা যে সেই বৈঠকের দিশা নির্ধারণে ভূমিকা নিতে চলেছে, তা তৃণমূল কংগ্রেসের টুইট থেকেই স্পষ্ট ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বিপুল আসনে জয়ী হওয়ার পর জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোট তৈরিতে বারবার উদ্যোগ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবারও বুধবারের বৈঠকের উদ্যোক্তা তিনি ৷ সেখানে বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷