কলকাতা, 29 এপ্রিল:শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার রাজ্য কমিটি ঘোষণা করা হল । তৃণমূল কংগ্রেসের পাঠানো এই তালিকায় সুবল ভৌমিককে (Tripura state committee president Subal Bhowmik) মাথায় রেখে 132 জন সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে । বছর ঘুরতেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Polls 2023)৷ রাজনৈতিক মহল মনে করছে, এই নির্বাচনের কথা মাথায় রেখেই সম্পূর্ণ রাজ্য কমিটি ঘোষণা করা হল (TMC announces Tripura state committee)।
এই তালিকায় রয়েছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় । তাঁকে ত্রিপুরার স্টেট ইনচার্জ-এর দায়িত্ব দেওয়া হয়েছে । একই ভাবে তৃণমূল নেতা সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরায় ছয় সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে । সেই কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, ভৃগুরাম রেয়াং, আশিস লাল সিং, মামন খান এবং সুবল ভৌমিক । শুধু তাই নয়, এ দিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ত্রিপুরা রাজ্য কমিটিতে 27 জন মহিলা সদস্য রয়েছেন । কমিটিতে 16 জন তফসিলি জাতি, 18 জন তফসিলি উপজাতি এবং 32 জন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন । এ ছাড়াও রয়েছেন 14 জন মুসলিম প্রতিনিধি ।