পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভাইরাল ভিডিয়োয় বিতর্ক, উত্তর প্রদেশের অক্সিজেনের ভাঁড়ার নিয়ে প্রশ্ন - করোনা

পিপিই কিট পরে পুলিশের সামনে হাঁটু মুড়ে বসে আছেন এক ব্যক্তি ৷ পুলিশের কাছে নিজের মাকে বাঁচানোর জন্য হাত জোড় করে কাকুতি-মিনতি করছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো উত্তর প্রদেশের আগ্রার ৷ সূত্রের খবর, ওই ব্য়ক্তি তাঁর অসুস্থ মায়ের জন্য যে সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন, তাই কেড়ে নিয়ে যায় পুলিশ ৷ তখনই পুলিশর সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়েন তিনি ৷

Agra Man Kneeling, Begging To Cops, viral video starts New Oxygen Controversy in Uttar Pradesh
ভাইরাল ভিডিয়োয় বিতর্ক, উত্তরপ্রদেশের অক্সিজেনের ভাঁড়ার নিয়ে প্রশ্ন

By

Published : Apr 29, 2021, 5:03 PM IST

আগ্রা, 29 এপ্রিল :কোভিড আবহে ফের প্রকট যোগীরাজ্যের দৈন্য দশা ৷ অক্সিজেনের সিলিন্ডার চেয়ে কার্যত পুলিশের পায়ে পড়ে ‘ভিক্ষা’ চাইলেন উত্তর প্রদেশের এক বাসিন্দা ৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷

সূত্রের খবর, ওই ব্য়ক্তি তাঁর মায়ের জন্য একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন ৷ কিন্তু পুলিশ সেটি কেড়ে নিয়ে যায় ৷ তখনই পুলিশের সামনে হাঁটু মুড়ে বসে পড়েন ওই ব্য়ক্তি ৷ হাত জোড় করে আবেদন করেন, তাঁর সংগ্রহে থাকা ওই অক্সিজেন সিলিন্ডারটি যেন না নিয়ে যাওয়া হয় ৷

পুলিশের বক্তব্য় অবশ্য এর থেকে অনেকটাই আলাদা ৷ পুলিশের দাবি, ওই ব্য়ক্তির কাছে থাকা একটি খালি সিলিন্ডার নিয়ে যাচ্ছিল তারা ৷ সেই সময়েই ওই ব্য়ক্তি আরও একটি সিলিন্ডার দেওয়ার আবেদন করেন ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুলিশের সামনে পিপিই কিট পরা এক ব্য়ক্তি হাঁটু মুড়ে বসে আছেন ৷ হাত জোড় করে তিনি বলছেন, ‘‘আপনার পায়ে পড়ে আবেদন করছি ৷ আমার মাকে বাঁচান দাদা ৷’’ এরপরই কিছু লোক ওই ব্য়ক্তিকে জোর করে টেনে নিয়ে যান ৷ তাঁরা খুব সম্ভবত ওই ব্যক্তির পরিবারেরই সদস্য ৷

এই ঘটনার পর দুই ব্য়ক্তিকে অক্সিজেনের সিলিন্ডার কাঁধে করে নিয়ে যেতে দেখা যায় ৷ যাঁরা সম্ভবত হাসপাতালের কর্মী ৷ প্রসঙ্গত, আগ্রার উপাধ্য়ায় হাসপাতালের বাইরে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশের কোনও কোভিড হাসপাতালে অক্সিজেনের অভাব নেই, দাবি আদিত্যনাথের

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে যুব কংগ্রেসও ৷ তাতে ট্যাগ করা হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ৷ সঙ্গে লেখা হয়, ‘‘এটি একটি হৃদয় বিদারক ভিডিয়ো ৷ উত্তর প্রদেশের আগ্রায় এক ব্য়ক্তি তাঁর মায়ের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন ৷ পুলিশ যাতে সেই সিলিন্ডারটি না নিয়ে যায়, তার জন্য পুলিশের কাছে আবেদন করেন তিনি ৷ পুলিশের আচরণ অত্যন্ত অমানবিক ৷ মিস্টার যোগী, আপনি কি আপনার সহ-নাগরিকদের সঙ্গে এমনই আচরণ করেন ?’’

ABOUT THE AUTHOR

...view details