নয়াদিল্লি, 22 অক্টোবর: বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনে মৃত্যু হল ভারতীয় সেনার এক অগ্নিবীর জওয়ানের ৷ তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ৷ মৃত জওয়ানের নাম গাওয়াতে অক্ষয় লক্ষণ ৷ তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ৷ ভারতীয় সেনার লেহ হেডকোয়ার্টারের তরফ থেকে রবিবার এই খবর জানানো হয়েছে ৷ এই অগ্নিবীর জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ৷ সেনার অন্যান্য ব্যাটেলিয়নের তরফ থেকেও এই অগ্নিবীরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে ৷ সিয়াচেন গ্লেসিয়ারের উচ্চতম স্থানে দেশের প্রহরায় মোতায়েন ছিলেন গাওয়াতে অক্ষয় লক্ষণ নামের এই অগ্নিবীর জওয়ান ৷
সিয়াচেন হিমবাহ উত্তর ভারতের কারাকোরাম পর্বতশ্রেণীর অংশ ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 20 হাজার ফুট ৷ বিশের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন ৷ অত্যন্ত ভয়ঙ্কর এখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই করেই সিয়াচেনে দেশ রক্ষায় তাঁদের দায়িত্ব পালন করেন ভারতীয় জওয়ানরা ৷ প্রবল ঠান্ডা ও সেইসঙ্গে শৈতপ্রবাহের ফলে এখানে সবসময়েই তুষারক্ষত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ প্রবল প্রতিকূল পরিবেশে এখানে পাহাড়া দেওয়া ও বেঁচে থাকার জন্য সেনাদের প্রচুর সতর্কতা অবলম্বন করতে হয় ৷ তবে তুষারক্ষতের কারণেই এই অগ্নিবীর জওয়ানের মৃত্যু হয়ে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ সেনা আধিকারিকরা সিয়েচেন থেকে ওই অগ্নিবীর জওয়ানের দেহ সমতলে ফিরিয়ে এনে, তা জওয়ানের পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ৷