পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agniveer Dies in Siachen: সিয়াচেনে প্রহরার দায়িত্বে মোতায়েন এক অগ্নিবীর জওয়ানের মৃত্যু, শোক প্রকাশ সেনা প্রধানের - সিয়াচেনে মৃত্যু অগ্নিবীর জওয়ানের

রবিবার সেনার তরফে জানানো হয়েছে, বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনে মৃত্যু হয়েছে গাওয়াতে অক্ষয় লক্ষণ নামে এক অগ্নিবীর জওয়ানের ৷

ETV Bharat
সিয়াচানে প্রাণ গেল অগ্নিবীর জওয়ানের

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 4:08 PM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর: বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনে মৃত্যু হল ভারতীয় সেনার এক অগ্নিবীর জওয়ানের ৷ তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি ৷ মৃত জওয়ানের নাম গাওয়াতে অক্ষয় লক্ষণ ৷ তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ৷ ভারতীয় সেনার লেহ হেডকোয়ার্টারের তরফ থেকে রবিবার এই খবর জানানো হয়েছে ৷ এই অগ্নিবীর জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ৷ সেনার অন্যান্য ব্যাটেলিয়নের তরফ থেকেও এই অগ্নিবীরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে ৷ সিয়াচেন গ্লেসিয়ারের উচ্চতম স্থানে দেশের প্রহরায় মোতায়েন ছিলেন গাওয়াতে অক্ষয় লক্ষণ নামের এই অগ্নিবীর জওয়ান ৷

সিয়াচেন হিমবাহ উত্তর ভারতের কারাকোরাম পর্বতশ্রেণীর অংশ ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 20 হাজার ফুট ৷ বিশের উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন ৷ অত্যন্ত ভয়ঙ্কর এখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই করেই সিয়াচেনে দেশ রক্ষায় তাঁদের দায়িত্ব পালন করেন ভারতীয় জওয়ানরা ৷ প্রবল ঠান্ডা ও সেইসঙ্গে শৈতপ্রবাহের ফলে এখানে সবসময়েই তুষারক্ষত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷ প্রবল প্রতিকূল পরিবেশে এখানে পাহাড়া দেওয়া ও বেঁচে থাকার জন্য সেনাদের প্রচুর সতর্কতা অবলম্বন করতে হয় ৷ তবে তুষারক্ষতের কারণেই এই অগ্নিবীর জওয়ানের মৃত্যু হয়ে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ সেনা আধিকারিকরা সিয়েচেন থেকে ওই অগ্নিবীর জওয়ানের দেহ সমতলে ফিরিয়ে এনে, তা জওয়ানের পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ৷

আরও পড়ুন: ভারতে হিন্দুরা আছে বলেই ইজরায়েল-হামাসের যুদ্ধ হয় না, দাবি আরএসএস প্রধানের

সেনা বাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি বিভাগে কর্মরত ছিলেন গাওয়াতে অক্ষয় লক্ষণ নামে ওই অগ্নিবীর জওয়ান ৷ ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি বিভাগের তরফে গাওয়াতে অক্ষয় লক্ষণ নামের এই অগ্নিবীরের মৃত্যুতে সোশাল মিডিয়ায় এক শোকবার্তায় লেখা হয়েছে,"ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস বিভাগের সব পদাধিকারীর তরফ থেকে তাঁর এই বলিদানের জন্য অগ্নিবীর গাওয়াতে অক্ষয় লক্ষণকে সেলুট জানানো হচ্ছে, তাঁর পরিবারের প্রতিও আমাদের গভীর সমবেদনা রইল ৷"

ABOUT THE AUTHOR

...view details