পশ্চিমবঙ্গ

west bengal

Agniveer Air Force Exam: শুরু বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ-পরীক্ষা, টুইট-তোপ রাহুলের

By

Published : Jul 24, 2022, 4:15 PM IST

দেশজুড়ে বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের পরীক্ষার সূচনা হল আজ ৷ পরীক্ষা হয়েছে দিল্লি, কানপুর, পটনা-সহ বহু জায়গায় ৷ বায়ুসেনার কাছে এই সংক্রান্ত 7 লক্ষ 49 হাজার 899টি আবেদনপত্র জমা পড়েছিল (Agniveer Air Force Exam) ৷

Agnipath Recruitment Scheme
অগ্নিপথ প্রকল্প

কানপুর, 24 জুলাই: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের পরীক্ষা শুরু হল আজ থেকে ৷ রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার প্রথম পরীক্ষার সূচনা হল ৷ দিল্লি, কানপুর এবং পটনা-সহ দেশের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা চলবে 24 থেকে 31 জুলাই পর্যন্ত ৷ অন্যদিকে পরীক্ষার দিনেই অগ্নিবীর নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি (Agniveer Air Force Recruitment Exam begins today) ৷

উত্তরপ্রদেশের কানপুরে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে রয়েছেন পুলিশকর্মী, বায়ুসেনার আধিকারিকেরা ৷ সব কেন্দ্রে সিসিটিভি এবং ড্রোন রাখা হয়েছে ৷ দেশে মোট 11টি কেন্দ্রের মধ্যে 6টি কানপুরে ৷ তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে ৷

রবিবার কানপুরে মোট 31 হাজার 875 জন প্রার্থী পরীক্ষা দিলেন ৷ প্রতিটি শিফটে 625 জনের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে ৷ এক পরীক্ষার্থী সংবাদসংস্থাকে বলেন, "বায়ুসেনার অগ্নিবীরের পরীক্ষা দিতে জন্য আমি মিরাট থেকে এসেছি ৷ আমরা খুশি যে এত গণ্ডগোলের পরেও পরীক্ষাটা দিতে পারছি ৷ এর জন্য প্রস্তুতি নিয়েছি এবং যতটা ভালোভাবে দেওয়া সম্ভব, তার চেষ্টা করব ৷"

আরও পড়ুন: অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বয়সসীমা 21 থেকে 23 করল কেন্দ্র

ভারতীয় বায়ু সেনার কাছে অগ্নিবীর প্রকল্পের জন্য মোট 7 লক্ষ 49 হাজার 899টি আবেদনপত্র জমা পড়েছিল ৷ 14 জুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন বাহিনীতে (স্থল, জল, বায়ু) সেনা নিয়োগের কথা ঘোষণা করেন ৷ এতে চার বছর সময় পর্যন্ত তরুণেরা চাকরি করার সুযোগ পাবেন ৷ অর্থাৎ এটি স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক ৷ তারপর জওয়ানরা সমাজে ফিরে যাবেন ৷ তবে চুক্তিশেষে অগ্নিবীরের 25 শতাংশকে জওয়ানদের মূল স্রোতে নেওয়া হবে ৷ পাশাপাশি 'সেবা নিধির' আওতায় 11-12 লক্ষ টাকা দেওয়া হবে প্রত্যেক অগ্নিবীরকে ৷ এছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার মতো বেশ কিছু সুযোগ-সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

এদিকে টুইট করে রাহুল গান্ধি বিজেপি সরকারকে প্রশ্ন করেন, "60 হাজার সৈনিক প্রতি বছর অবসরগ্রহণ করেন ৷ তার মধ্যে মাত্র 3 হাজার সরকারি চাকরি পান ৷ 4 বছর শেষে চুক্তিতে নেওয়া হাজার হাজার অগ্নিবীরদের ভবিষ্যৎ কী ? প্রধানমন্ত্রীর প্রয়োগশালার এই নতুন পরীক্ষায় দেশের সুরক্ষা আর যুবদের ভবিষ্যৎ, দুই বিপদে ৷"

আরও পড়ুন: অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

ABOUT THE AUTHOR

...view details