নয়াদিল্লি, 19 জুন : অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দিল্লিতে সত্যাগ্রহ আন্দোলন করলেন কংগ্রেস নেতারা । রবিবার সেই আন্দোলনে শামিল হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Congress on Agnipath Protest) ৷ তাঁর অভিযোগ, সরকার দরিদ্র ও তরুণদের জন্য নয়, বড় শিল্পপতিদের জন্য কাজ করছে ।
রবিবার দিল্লির যন্তরমন্তরে কংগ্রেসের আয়োজিত সত্যাগ্রহ কর্মসূচিতে এসে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন, "দেশের যুব সমাজ ও সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে কেন্দ্রীয় সরকারের এই অগ্নিপথ প্রকল্প । যুব সমাজ ও সেনা, এরাই তো দেশকে রক্ষা করে । কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতির কারণে তাঁরা এখন বিভ্রান্ত ৷ দেশের পক্ষে এই প্রকল্প পুরোপুরি ধ্বংসাত্মক । এই সিদ্ধান্তকে দেশের মানুষ গ্রহণ করবে না ৷ তাঁরা এই সরকারের পতন ঘটাবে । দেশের মানুষ এমন একটি সরকার নিয়ে আসুক যা জাতির জন্য সত্যি সত্যিই কাজ করবে । দেশের সম্পদ রক্ষা করবে । আমি এবং আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে এই ধংসাত্মক প্রকল্প রুখবই ।"