পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agnipath Scheme Protests: অগ্নিপথ বিরোধিতায় রবিবার যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ কর্মসূচি কংগ্রেসের - Agnipath News

অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে এ বার ‘সংহতি সত্যাগ্রহ’ কর্মসূচি নিল কংগ্রেস (Congress Announced Solidarity Satyagraha at Jantar Mantar) ৷ দিল্লির যন্তর মন্তরে রবিবার সকাল 10টা থেকে কংগ্রেস সাসংদ এবং ওয়ার্কিং কমিটির সদস্যরা এই ‘সংহতি সত্যাগ্রহে’ অংশ নেবেন ৷

Congress Announced Solidarity Satyagraha at Jantar Mantar
Congress Announced Solidarity Satyagraha at Jantar Mantar

By

Published : Jun 18, 2022, 3:22 PM IST

নয়াদিল্লি, 18 জুন : 19 জুন রবিবার সকালে যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ করবেন কংগ্রেস সাংসদ এবং নেতারা ৷ কেন্দ্রের সশস্ত্র বাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এবং যে যুবকরা দেশ জুড়ে এর বিরুদ্ধে রাস্তা নেমে প্রতিবাদ করছেন, তাঁদের সমর্থনে এই ‘সংহতি সত্যাগ্রহ’ করবে কংগ্রেস নেতৃত্ব (Congress Announced Solidarity Satyagraha at Jantar Mantar) ৷

কেন্দ্রের বিজেপি সরকার গত 16 জুন, বৃহস্পতিবার সেনার তিন বাহিনীতে নিয়োগ সংক্রান্ত নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath Scheme Protests) ঘোষণা করে ৷ যে প্রকল্পে 4 বছরের জন্য সেনা চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ৷ 4 বছর পর তার মধ্যে 25 শতাংশকে বাহিনীতে পাকাপাকিভাবে নিয়োগ করা হবে ৷ এই প্রকল্পের বিরোধিতায় বৃহস্পতিবার থেকেই দেশে একাধিক রাজ্যে আন্দোলনে নেমেছেন গত 3-4 বছর ধরে সেনা ভর্তির প্রস্তুতি নেওয়া তরুণ ও যুবকরা ৷ যে প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ একাধিক রাজ্য ৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এ নিয়ে কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে ৷

আরও পড়ুন :Plea in SC to enquire Agnipath Protest: এবার সুপ্রিম কোর্টে অগ্নিপথ, বিক্ষোভের তদন্তে সিট গঠনের আবেদন

এ বার আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে দিল্লির যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ কর্মসূচি নিয়েছে কংগ্রেস ৷ হাত শিবিরের লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং শীর্ষ নেতারা 19 জুন, রবিবার সকালে যন্তর মন্তরে একত্রিত হবেন ৷ কংগ্রেস সূত্রের খবর, ওই দিন সকাল 10টা থেকে ‘সংহতি সত্যাগ্রহ’ শুরু হবে ৷

ABOUT THE AUTHOR

...view details