নয়াদিল্লি, 18 জুন : 19 জুন রবিবার সকালে যন্তর মন্তরে ‘সংহতি সত্যাগ্রহ’ করবেন কংগ্রেস সাংসদ এবং নেতারা ৷ কেন্দ্রের সশস্ত্র বাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এবং যে যুবকরা দেশ জুড়ে এর বিরুদ্ধে রাস্তা নেমে প্রতিবাদ করছেন, তাঁদের সমর্থনে এই ‘সংহতি সত্যাগ্রহ’ করবে কংগ্রেস নেতৃত্ব (Congress Announced Solidarity Satyagraha at Jantar Mantar) ৷
কেন্দ্রের বিজেপি সরকার গত 16 জুন, বৃহস্পতিবার সেনার তিন বাহিনীতে নিয়োগ সংক্রান্ত নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath Scheme Protests) ঘোষণা করে ৷ যে প্রকল্পে 4 বছরের জন্য সেনা চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ৷ 4 বছর পর তার মধ্যে 25 শতাংশকে বাহিনীতে পাকাপাকিভাবে নিয়োগ করা হবে ৷ এই প্রকল্পের বিরোধিতায় বৃহস্পতিবার থেকেই দেশে একাধিক রাজ্যে আন্দোলনে নেমেছেন গত 3-4 বছর ধরে সেনা ভর্তির প্রস্তুতি নেওয়া তরুণ ও যুবকরা ৷ যে প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ একাধিক রাজ্য ৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এ নিয়ে কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে ৷