নয়াদিল্লি, 14 জুন: দেশে সেনার তিন বাহিনীতে (পদাতিক, জল ও স্থল সেনা) নিয়োগের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে ছাড়পত্র পেয়েছে নয়া এই স্কিম (Centre announces defence recruitment scheme 'Agnipath' for armed forces) ৷
সেনায় ভর্তির নতুন এই প্রকল্পের মূল কথা হল, স্বল্প সময়ের জন্য দেশের যুব সমাজকে সেনা বাহিনীতিতে নিয়োগ করা ৷ নিন্দুকেরা অবশ্য বিষয়টিকে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ বলছেন ৷ কারণ রাজনাথ সিং নিজেই জানিয়েছেন সেনায় যুব সম্প্রদায়কে আরও বেশি করে টেনে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কিন্তু মাত্র চার বছরের জন্য তাদের নিয়োগ করা হবে ৷
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'অগ্নিপথ' প্রকল্পের মাধ্যমে যাঁদের সেনার তিন বাহিনীতে নিয়োগ করা হবে তাঁদের 'অগ্নিবীর' বলে ডাকা হবে ৷ 17 বছর 5 মাস থেকে 21 বছর বয়সিদের বাছাই করা হবে ৷ সেনায় ভর্তির ক্ষেত্রে যে যোগ্যতামান থাকে এক্ষেত্রেও তা একই থাকবে ৷ চার বছরের জন্য তাঁদের নিয়োগ করা হবে ৷ 4 বছর পর এদের মধ্যে সর্বোচ্চ 25 শতাংশ সেনায় থেকে যেতে পারবেন পরবর্তী 15 বছরের জন্য ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ সূত্রের খবর, এই চার বছরে প্রতি মাসে ভাল বেতন দেওয়া হবে এই 'অগ্নিবীর'দের ৷ অবসরের সময় দেওয়া হবে এককালীন সাহায্যও ৷ কিন্তু তাঁদের পেনশনের দায়িত্ব নেবে না সরকার ৷ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, বর্তমানে সেনা বাহিনীতে সেনাদের গড় বয়স 32 বছর ৷ সরকারের লক্ষ্য আগামী 6-7 বছরের মধ্যে এই গড় বয়স 26 বছরে নামিয়ে আনা ৷