নয়া দিল্লি, 25 জুন: মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপি প্রতিবাদের ডাক দিল কংগ্রেস ৷ আগামী 7 জুলাই থেকে প্রতিবাদে পথে নামবেন কংগ্রসে নেতা-কর্মীরা ৷
কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই হাজারো কষ্ট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের বেতন কমে গিয়েছে ৷ এই অবস্থাতেও প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে ৷ যা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা-র মতো এসে পড়ছে ৷ এর বিরুদ্ধেই প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ আগামী 7 জুলাই থেকে 17 জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে জানা গিয়েছে ৷ মহিলা কংগ্রেস সহ দলের সবকটি সংগঠন এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবে ৷