নগর কুর্নুল (তেলেঙ্গানা), 17 সেপ্টেম্বর: পারিবারিক কলহের জেরে এক মহিলা তাঁর চার সন্তানকে খালে ফেলে দিলেন ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নগর কুর্নুল জেলার বিজিনেপল্লি মণ্ডলের মাঙ্গানুর গ্রামে ৷ তারপর নিজেও সেই খালে ঝাঁপ দিলেন। তিন সন্তানের দেহ উদ্ধার হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে সাত মাসের পুত্র সন্তান। তবে ওই মহিলা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, আট বছর আগে এই গ্রামের বাসিন্দা সারাবান্দা এবং বসুরথান্দা গ্রামের ললিতা প্রেম করে বিয়ে করেন ৷ তাঁদের তিনটি কন্যাসন্তান মহালক্ষ্মী (5), সাতভিকা (4), মঞ্জুলা (3) ও এক পুত্রসন্তান মারুকোন্ডাইয়ার জন্ম হয় ৷ দশদিন আগে একটি সামান্য বিষয় নিয়ে সারাবান্দা ও ললিতার মধ্যে প্রবল বাকবিতণ্ডা হয় ৷ যার জেরে শনিবার স্বামী সারাবান্দার বিরুদ্ধে বিজিনেপল্লি থানায় অভিযোগ দায়ের করেন ললিতা ৷ থানা থেকে বেরিয়ে এসে চার সন্তানকে নিয়ে বিজিনেপল্লি মণ্ডল সদর দফতরের কাছে অবস্থিত এমজিকেএলআই খালে যান ললিতা ৷ সেখানে প্রথমে চার সন্তানকে খালে ফেলে দেওয়ার পর তিনি নিজেও খালে ঝাঁপ দেন ৷