নয়াদিল্লি, 24 জুন : চলল বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ৷ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপর থেকে 370 ধারা (Article 370) তুলে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার কেন্দ্রের সঙ্গে মুখোমুখি বসলেন সেখানকার চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ 14 জন নেতা ৷ গুরুত্বপূর্ণ এই বেঠক শেষে সাংবাদিকদের সামনে ওমর আবদুল্লা (Omar Abdullah) জানালেন, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া হোক ৷
ওমর জানান, কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্কে আস্থা ভেঙে গিয়েছে । তার পুনর্স্থাপন কেন্দ্রের দায়িত্ব ৷ কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্ক ঠিক করতে মোদির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত । একটাই বৈঠকে সম্পর্ক ঠিক হয়ে যাবে ভাবাটা ঠিক নয় ৷ এমন বৈঠক আরও হওয়া উচিত ৷
পাশাপাশি তিনি বলেন, যে সিদ্ধান্তগুলি কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া উচিত । জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত । শুধু জম্মু ও কাশ্মীরের উপর যে ডিলিমিটেশন আরোপ করা হয়েছে ৷ আমরা আগেও বলেছি এই ধরনের ডিলিমিটেশনের কোনও দরকার নেই ৷ তারপরও তা আরোপ করা হল ৷ অসমেও করা হয়, কিন্তু অসমের ডিলিমিটেশন তুলে নিয়ে সেখানে নির্বাচন করানো হল ৷ তাহলে জম্মু এ কাশ্মীরের জন্য ডিলিমিটেশন আরোপিত থাকছে কেন ?"
পাকিস্তানের সঙ্গে ভারতে আলোচনা হওয়ার প্রসঙ্গে ওমর বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, খোলাখুলি না হোক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে ৷ যেভাবেই দু'দেশের বৈঠক হোক না কেন, আমরা বিষয়টিকে স্বাগত জানাছি ৷ দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হওয়া উচিত ৷ আলোচনার দায়িত্ব শুধু ভারতে নয়, তা পাকিস্তানের বেশি ৷ হিংসার পরিবেশ বজায় থাকলে আলোচনায় বসা সম্ভব নয় ৷ অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মতো মানুষ বলেছিলেন, বন্ধু বদলানো যায় ৷ কিন্তু প্রতিবেশী বদলানো যায় না ৷ আমাদের বন্ধু মাঝে মাঝে বদলে যায়, কিন্তু পাকিস্তান আমাদের প্রতিবেশী থাকবেই ৷ তাই যেকোন ভাবে আমাদের দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে ৷"