যশপুর (ছত্তিশগড়), 30 অক্টোবর: সাপের কামড়ে শিশুমৃত্যুর শিরোনাম সংবাদমাধ্যমে আকছার হয়ে থাকে ৷ কিন্তু যদি উলটোটা কখনও ঘটে, অর্থাৎ শিশুর কামড়ে যদি সাপের মৃত্যু হয় সেই শিরোনাম যে আরও চটকদার হবে; তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে বাস্তবিক সেই ঘটনাই ঘটল ছত্তিশগড়ে ৷ শিশুর কামড়ে সাপের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছত্তিশগড়ের যশপুর জেলার বাগিচা ডেভলপমেন্ট ব্লকে (After snakebite in Jashpur child bites it back) ৷
জানা গিয়েছে, দীপক রাম নামে শিশুটি এদিন দিদির বাড়িতে বসে আপনমনে খেলছিল ৷ সে সময় একটি সাপ এসে তাঁর হাতে কামড়ায় ৷ এরপর শিশুটির শরীরে কোনও বিরূপ প্রতিক্রিয়া তো হয়ইনি, উলটে সাপটির উপর রেগে যায় দীপক ৷ এখানেই থামেনি সে, এরপর সাপটিকে হাতের মুঠোয় ধরে পালটা কামড় দেয় শিশুটি ৷ দীপক এরপরও স্বাভাবিক থাকলেও মৃত্যু হয় সাপটির (Snake bitten to death by Child) ৷